বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০২ অপরাহ্ন

ট্রফি জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যেতে চান তামিম

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। প্রস্তুতির ঘাটতির কারণে নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের চোখ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। ততদিন পর্যন্ত অধিনায়ক থাকলে, তিনি কাপ জয়ের ঘোষণা দিয়ে যেতে চান বিশ্বকাপে।
রোববার সন্ধ্যায় ধারাভাষ্যকার ও সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ডের শো ‘চিলিং উইথ রাসেল’-এ নিজের এই স্বপ্নের কথা জানান তামিম। ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আর্নল্ডের প্রশ্নে তামিম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এখনও আমার অনেক অনেক কিছু অর্জনের আছে। এখন আমার বয়স ৩২-৩৩, আরও বছর পাঁচেক বেশ ভালোভাবেই আছে আমার সামনে। ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছি আমি। যদি দেখেন, আমি, সাকিব, মুশফিক এবং অবশ্যই মাহমুদউল্লাহৃ আমরা অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি। তবে এখনও আমরা বড় কিছু অর্জন করতে পারিনি আমাদের ক্রিকেটে। ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। কিন্তু আইসিসি ইভেন্টে বড় কিছু জিততে পারিনি।’
‘২০২৩ বিশ্বকাপকে আমি মনে করি, আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের। আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সবসময় মনে রাখবে। আমাদের চারজনের যে অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের অবশ্যই সুযোগ আছে (২০২৩ বিশ্বকাপে)।’
নেতৃত্বে থাকলে ঘোষণা দিয়ে তিনি যেতে চান আগামী ওয়ানডে বিশ্বকাপে। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেইৃ প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে ‘আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই’ এসব নানা কথাৃ কিন্তু আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি। স্রেফ খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব কাপ জিততে। এটাই আমার ভাবনায় আছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com