সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবীতে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল বাবা ছিলেন বাসচালক মা দরজি, ছেলে লন্ডনের মেয়র ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতের মনোনয়ন বাতিল হাওরের প্রায় শতভাগ ধান কাটা শেষ অপারেশনের নামে ‘টর্চার সেলে’ পৈশাচিক আনন্দ পেতো মিল্টন: হারুন

সাভারে ৪৫দিনের মধ্যে নবজাতকের জন্ম নিবন্ধন করলেই পাবে উপহার

সাব্বির হোসেন সাভার :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে ৪৫ দিনের আগে জন্ম নিবন্ধন করলেই নবজাতকদের দেওয়া হবে উপহার। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে সাযান হোসেন ও আজফার সরল নামের দুই নবজাতককে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের পিতা-মাতার হাতে তুলে দেওয়া হয়। নবজাতকদের খেলনা, পোশাক, জন্ম সনদ, মিষ্টিও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা। তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফখরুল আলম সমর এর নির্দেশনা এই কার্যক্রম আমরা শুরু করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য, ফিরোজ কাজল, আলমাস, নাজমুল হোসেন ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মীর বারেক । নবজাতকদের পিতা-মাতার হাতে তুলে দেওয়া হয়। জন্ম সনদ, প্রশংসাপত্র। এমন ব্যতিক্রম উদ্যোগে নবজাতকদের পিতা-মাতার আনন্দ প্রকাশ করেন। এই বিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সদস্য, ফেরোজ কাজল প্রতিবেদককে জানান, বাংলাদেশে আমরাই প্রথম বিভিন্ন উদ্যোগ শুরু করেছি। আমাদের ইউনিয়নের প্রত্যেকটা নবজাতককে আমরা এমন ভাবে অভিনন্দন জানাবো। তিনি আরো বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রত্যেকটা মা-বাবা তারা তাদের সন্তান জন্মের পর পর জন্ম নিবন্ধন কাজ সম্পন্ন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com