সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

যেভাবেই হোক কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণে আনতে হবে: র‌্যাব মহাপরিচালক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন মনে করেন, পারিবারিক বন্ধনের অভাবে যাতে শিশু-কিশোররা বিপথে না যায় সেদিকে লক্ষ্য রাখা জরুরি। তার কথায়, ‘যেভাবেই হোক কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণে আনতে হবে। গ্যাং কালচার থেকে কিশোরদের মুক্ত করতে হবে।’ গতকাল শনিবার (২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসিতে কিশোর গ্যাং বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি এর আয়োজন করেছে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে কোনো লজ্জাজনক পরিস্থিতি তৈরি না করে সেজন্য পিতা-মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে নজর রাখার আহ্বান জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক। তার মন্তব্য, ‘প্রযুক্তি যাতে কিশোর ও তরুণদের বিপথে না নিয়ে যায় সেজন্য সোশ্যাল মিডিয়ার অপব্যবহার প্রতিরোধ করতে হবে। তবে প্রযুক্তিকে বাদ দিলে আমরা পিছিয়ে পড়বো। এর ভালো দিকটা গ্রহণ করে মন্দ দিক এড়িয়ে যেতে হবে। যারা সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে গ্যাং কালচারে জড়িয়ে পড়ছে তাদের নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। যেভাবেই হোক কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণে আনতে হবে। তরুণ প্রজন্মকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।’ র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমাদের একটি বড় সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা ছিল জঙ্গিবাদ, জলদস্যু ও বনদস্যুদের ভয়ঙ্কর আধিপত্য। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে। একইভাবে গ্যাং কালচারের সঙ্গে যুক্ত কিশোরদের সুস্থ সমাজে ও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ কিশোর গ্যাং প্রতিরোধে সাত দফা সুপারিশ তুলে ধরেন। তার কথায়, ‘কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।’ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের বিতার্কিকরা সমান নম্বর পাওয়ায় উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com