“মেয়ে আমি সমানে সমান-অনলাইন স্বাধীনতা”এই শ্লোগানকে সামনে রেখে ১১ অক্টোবর সোমবার জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা- জেএসকেএস দিনাজপুরের আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় “গার্লস টেকওভার-২০২১ প্রোগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্রী বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের এনসিটিএফ মেম্বার লিমি মার্ডি মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালকের দায়িত্ব কিছু সময়ের জন্য পালন করে। দায়িত্ব অর্পন অনুষ্ঠানে মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, প্রজেক্ট অফিসার সাইফুল আলম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মর্জিনা রুপাসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জেএসকেএস এর নির্বাহী পরিচারক মোস্তফা জামাল বলেন, এক সময় রাজারামপুর ইউনিয়ন অনেক পিছিয়ে ছিলো। এই প্রকল্প বাস্তবায়নের ফলে কিশোরীদের এখন আত্মবিশ্বাস তৈরীর সুযোগ সৃষ্টি হয়েছে। সমাজের নেতৃস্থানীয় যে জায়গাগুলোতে নারী বা মেয়েদেরকে খুব কম দেখা যায় কিংবা তাদের সাফল্যের কথা কম শোনা যায় সে জায়গাগুলোতে নিজেদের অবস্থান, নেতৃত্বের সিদ্ধান্ত ও সাফল্য যাতে মেয়েরা তুলে ধরতে পারে সেই আত্মবিশ্বাস তৈরী করেছে গার্লস টেকওভার কর্মসূচীর প্রকল্প। মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান বলেন, পুরুষের সাথে নারীদের সমতা এবং ক্ষমতায়ন সৃষ্টি করতে এই কর্মসূচী যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীদের জন্য এইকটি সাহসী পদক্ষেপ বলে আমি মনে করি। কিছুক্ষনের জন্য দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক লিমি মার্ডিকে মহিলা বিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান ডে কেয়ার অফিসার রেজমিন সারমিন ইসলাম (রুমানা), ছায়া অধিকারী, আব্দুল মালেক, হিসাব রক্ষক মোঃ আফসার আলী প্রমুখ।