শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, ভেদরগঞ্জ উপজেলার তিন বাসিন্দা, নড়িয়া উপজেলার একজন ও ডামুড্যা উপজেলার একজন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৬ জনে দাঁড়াল। তবে এই প্রথম শরীয়তপুরে একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, শরীয়তপুরে ১৪ করোনা রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ বলেন, জেলার ৬১ জন করোনা আক্রান্তদের মধ্য থেকে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসাপ্রাপ্ত ১৪ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এর মধ্যে ডামুড্যা পৌরসভার শাশুড়ি ও পুত্রবধূ, সদর উপজেলার চারজন, নড়িয়া উপজেলার দুইজন ও জাজিরা উপজেলার ছয়জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ জেলায় পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৬ জন।
এমআর/প্রিন্স