সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি(সনাক)। বৃহস্পতিবার সকালে জেলা শহরের চেšরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে এই দাবী জানানো হয়। সংগঠনের সভাপতি তাহমিনুল হক ববির সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সনাক নীলফামারী কো-অর্ডিনেটর আসাদুজ্জামান আসাদ। বক্তব্য দেন সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, সহ-সভাপতি জাহানারা রহমান, সদস্য প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, গোলাম মোস্তফা ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের দলনেতা আব্দুল কুদ্দুস। সভাপতির বক্তব্যে তাহমিনুল হক ববি বলেন, যে স্বপ্ন ও আকাঙ্খা নিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ দেশ স্বাধীন করেছেন। সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলা তাদের স্বপ্নকে ধুলিসাৎ করেছে। আজ যদি তারা বেঁেচ থাকতেন তাহলে লজ্জায় মুখ দেখাতেন না। প্রকৌশলী সফিকুল আলম ডাবলু বলেন, ২০০১সাল থেকে যতগুলো সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে তার কোনটিরই সুষ্ঠু বিচার হয়নি। বিচারহীনতার অভাবে এসব ঘটানোর দুঃসাহস দেখাচ্ছে অপরাপধীরা। তিনি বলেন, রাজনৈতিক দোষারোপের ঘেরাটোপে আটকে এসব ঘটনার বিচার না হওয়ায় নিয়মিত বিরতিতে এ সহিংস ঘটনা ঘটে। তাই এই ধারাবাহিক সহিংসতাকে আর বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোড় নেই। মানববন্ধন শেষে সাম্প্রতিক হামলায় জড়িতদের গ্রেফতার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তাৎক্ষনিক জোড়ালো পদক্ষেপ, শাহাবুদ্দিন কমিশন কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন প্রকাশ, সাম্প্রদায়িক শক্তি নির্মুল ও ধর্মীয় উগ্রবাদ সহিংসতা রোধে পাঠ্য পুস্তকে অর্ন্তভুক্ত করনের দাবী জানানো হয়।