রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
মুকসুদপুর পৌরসভার সেবা কার্যক্রম স্থবির, চরম দুর্ভোগে পৌরবাসী দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান সাভারে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫ দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে সহযোগিতা চাই -জয়নাল আবেদীন আন্দোলনে আহত আলাউদ্দিন পাননি কোনো সহযোগিতা, মাথায় বয়ে বেড়াচ্ছেন গুলি ৩৮ প্রজাতির ৭ হাজার ৮৭০টি পাখির দেখা মিলেছে জামালপুরের মাদারগঞ্জে গ্যাসকূপ খনন কাজ উদ্বোধন দুপচাঁচিয়া শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ শাহীন স্কুল বগুড়া শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব

কালীগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

গাজীপুরের কালীগঞ্জে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা সমবায় র্কার্যালয় ও সমবায়ীবৃন্দর উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির পৃষ্ঠপোষকতা ও সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র্ যালি প্রদক্ষিন পর জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসটি উদযাপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও। কালীগঞ্জ উপজেলা সমবায় র্কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১৯৮টি সমবায় সমিতি রয়েছে। এদের মধ্যে কর্মদক্ষতা ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য কাজের স্বীকৃতি স্বর¤œপ স্থানীয় ৬টি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। এবার জাতীয়ভাবে স্বর্ণপদক পেয়েছেন নাগরী ইউনিয়নের মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায় সমবায় সমিতি লিমিটেড।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com