গাজীপুরের কালীগঞ্জে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা সমবায় র্কার্যালয় ও সমবায়ীবৃন্দর উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির পৃষ্ঠপোষকতা ও সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র্ যালি প্রদক্ষিন পর জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসটি উদযাপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও। কালীগঞ্জ উপজেলা সমবায় র্কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১৯৮টি সমবায় সমিতি রয়েছে। এদের মধ্যে কর্মদক্ষতা ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য কাজের স্বীকৃতি স্বর¤œপ স্থানীয় ৬টি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। এবার জাতীয়ভাবে স্বর্ণপদক পেয়েছেন নাগরী ইউনিয়নের মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায় সমবায় সমিতি লিমিটেড।