সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
কোরবানী ঈদে পশু আমদানির কোনো পরিকল্পনা নেই এপ্রিলের ২৬ দিনে ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স সত্যি না কি গুজব: ফের বিয়ে করছেন শাকিব খান যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে নজিরবিহীন বিক্ষোভ নেতাকর্মীদের গ্রেপ্তার সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে: ফখরুল গরমে খামারে মরছে মুরগি, কমছে ডিম রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে এসেছে: ওবায়দুল কাদের বিএনপি গরিবের পাশে দাঁড়ায় আর আ’লীগ সরকারি ত্রাণ চুরি করে : ইশরাক কোনো জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে- শিক্ষামন্ত্রী

গরিবের শপিংমল ফুটপাতে শীতবস্ত্রের জমজমাট বিকিকিনি

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

কার্তিক মাসের শেষ ভাগেই বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলজুড়ে শীতের আমেজ পরেছে। নগরীজুড়ে শীতের আমেজ শুরু হওয়ার গরম কাপড়ের বাজারে জমজমাট বিকিকিনি শুরু হয়েছে। ইতোমধ্যে জমে উঠেছে নগরীর ফুটপাতের শীতের কাপড়ের বাজার। সরেজমিনে দেখা গেছে, বরিশাল সিটি করর্পোরেশন সংলগ্ন জেলা পরিষদের পুকুরের পাশজুড়ে অবস্থিত ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা শীতের বস্ত্র কেনার জন্য হুমরি খেয়ে পরেছে। এছাড়াও নগরীর সিটি মার্কেট, মহাসিন মার্কেটে দেদারছে বিক্রি হচ্ছে নতুন ও পুরাতন জ্যাকেট, সোয়েটার, শার্ট, প্যান্ট, কম্বলসহ নানা ধরণের শীতের পোশাক। খোঁজনিয়ে জানা গেছে, প্রতিবছর শীতের সময়ে ফুটপাতে ক্ষুদ্র ও মাঝারি কাপড় ব্যবসায়ীরা উৎসবমুখর পরিবেশে ব্যবসা শুরু করেন। অনেক ভ্রাম্যমাণ বিক্রেতারা ভ্যানে করে পাড়া ও মহল্লা ঘুরে শীতের পোশাক বিক্রি শুরু করেছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, ফুটপাতে বিক্রি করা শীতবস্ত্রের দাম সস্তা ও ভাল মানের হওয়ায় গ্রামাঞ্চল থেকে অনেক মানুষ ছুটে আসেন বরিশালের ফুটপাতের দোকানগুলোতে। বরিশাল সিটি কর্পোরেশনের সামনে ফুটপাতে পুরাতন কাপড় ব্যবসায়ী কবির হোসেন বলেন, প্রতিবছরই আমি শীতের পুরাতন পোষাক বিক্রি করি। বিবির পুকুরপাড়ের ফুটপাতের ভ্যান গাড়ি থেকে পোশাক ক্রয় করা শহীদ সিকদার বলেন, একশ’ টাকা দিয়ে একটি সোয়েটার ক্রয় করেছি। এই পোশাক কোন মার্কেটে ক্রয় করতে গেলে কমপক্ষে এক হাজার টাকার প্রয়োজন হতো। তাই মার্কেট থেকে শীতের পোশাক ক্রয়ের সমর্থ না থাকায় ফুটপাতের দোকান থেকেই শীতের পোশাক ক্রয় করেছি। রিকসা চালক কবির হোসেন বলেন, ফুটপাতের দোকান হলো গরীবের শপিংমল। তাই আমার মতো গরীব মানুষরা এসব দোকানগুলো থেকে প্রতিবছর শীতের কাপড় ক্রয় করে শীত নিবারন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com