ফেনীর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৩ নভেম্বর ফেনীর নবাগত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের আমন্ত্রনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় ফেনী জেলার বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহন করেন। পুলিশ সুপার তাদের সাথে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আজ আপনারা যদি এই দেশ স্বাধীন না করতেন তাহলে আমরা আজ এই ভাবে এই অফিসে বসে আলোচনা করতে পারতাম না। আজ আমি এসপি হয়েছি আমাদের বড় বড় দপ্তর হয়েছে বাংলার সন্তানরা বিভিন্ন অফিসে বড় বড় অফিসার হয়ে চাকরি করছে এসবই আপনাদের অবদান। আপনাদের ত্যাগের বিনিময়ে আজ এই দেশ স্বাধীন। পুলিশ সুপার আরো বলেন, পুলিশের যে কোন দপ্তরে জেলা ও জেলার বাইরে যে কোন ধরনের সহযোগীতার প্রয়োজন হলে তাদের সহযোগীতা করার অঙ্গীকার প্রদান করেন। তাছাড়াও জেলার আওতাধীন যে কোন থানায় যদি কোন মুক্তিযোদ্ধা কোন সেবা গ্রহনের জন্য যায়, তাহলে তাৎক্ষনিক সেবা প্রদান করার জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশনা প্রদান করেন। উক্ত মতিবিনিময় সভায় মু্ক্িতযোদ্ধাদের পক্ষ হইতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। পুলিশ সুপার সকলের বক্তব্য শুনেন এবং সহযোগীতার আশ্বাস দেন। এ সময় আসন্ন শীতকাল উপলক্ষ্যে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে শুভেচ্ছা স্বরুপ শাল বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এছাড়াও মুক্তিযোদ্ধাদের যেকোন অনুষ্ঠানে পুলিশ সুপার অংশগ্রহন করবেন মর্মে জানান।