সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের কৃষকের মাঝে সাদুল্লাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সাদুল্লাপুর উপজেলা চত্বরে ৩২৬০ জন কৃষককে বীজ ও সার বিতরণ করা হয়। এরমধ্যে ভূট্টা ৭২০ জন, গম ৬১৫ জন,সরিষা ১৪৫০ জন,সূর্যমুখী ১৬৫ জন, চিনাবাদাম ৯০ জন, পিয়াজ ৬০ জন,মুগ ৩০জন ও মসুর ১৩০জন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব ,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, কৃষকলীগের জামালপুর ইউনিয়নের সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুল, দপ্তর সম্পাদক জেলাল আকন্দ প্রমুখ। উপজেলা চেয়ারম্যান বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের কৃষকের উন্নয়ন ও উন্নত মানের ফসল উৎপাদনের মাধ্যমে চাহিদা পুরনে এই বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এছাড়াও সুফলা ফসল উৎপাদনে বিভিন্ন দিকনির্দেশনা পরামর্শ প্রদান করেন খাজানুর রহমান।