শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

গাজীপুরের শ্রীপুরে কারখানার লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতের গ্রেফতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গোল্ডে থেরেড নামের একটি কারখানার শ্রমিকরা। গতকাল সোমবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, ২৩ নভেম্বর গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় কারখানার গোডাউনে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় কারখানার কাঁচামালসহ মেশিনপত্র লুট করে নিয়ে যায় ডাকাতদল। এতে কাঁচামাল সংকটে সোমবার সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এ ঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে। এ বিষয়ের কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com