২০২১ সালের এইচএসসি (বিএম) দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড না পাওয়াসহ রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীগণ অধ্যক্ষ হুমায়ুন কবীরের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে গতকাল ৩০ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীগণ শিক্ষামন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয় বরাবর, মাধ্যম রৌমারী উপজেলা নির্বাহী অফিসারকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বিক্ষোভকারীদের অভিযোগ সূত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর সারাদেশে এইচএসসি ও ভোকেশনাল (বিএম) দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১ ম বর্ষের ১০ জন ও ২য় বর্ষের ১৫ জন মোট ২৫ জন এইচএসসি (বিএম) দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার এডমিড কার্ড ও রেজিষ্ট্রেশন কার্ড অধ্যক্ষ হুমায়ূন কবীরের কাছে চাইতে গেলে তিনি জানান, তোমাদের ফরম পুরন করা হয়নি। আমরা সকল শিক্ষার্থী একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফরম ফিলাপ ও প্রতিষ্ঠানের যাবতীয় বকেয়া বিল নিয়মিত পরিশোধ করেছি এবং অ্যাসাইন্টমেন্ট পরিক্ষার খাতাও জমা দিয়েছি। এডমিড কাড চাইলে আমাদের আবার একাদশ শ্রেণীতে নতুন করে পরীক্ষা দিতে বলে। পরীক্ষা না দিলে ব্যবহারিক পরীক্ষার মার্ক কমিয়ে দেয়া হবে বলেও হুমকি দেয়। অভিযোগে আরো উল্লেখ রয়েছে, কলেজের শিক্ষার্থীদেরকে উপবৃত্তির নাম দেয়া বাবদ ৫০০শত টাকা করে প্রায় ২৫০ জন ছাত্র/ছাত্রী কাছ থেকে কার্ড না দিয়ে মোট ১ লাক্ষ ২৫ হাজার টাকা আত্মসাত করেছে। অসাধু উপায়ে ভর্তি করানো বাবদ প্রতি ছাত্র/ছাত্রীর কাছে ৭ থেকে ৮ হাজার টাকা করে নিয়ে ভর্তি করিয়েছে। স্টুডেন্ট আইডি কার্ড দেয়ার কথা বলে প্রতি ছাত্র/ ছাত্রীদের কাছ থেকে ৩ শত টাকা করে নিয়ে কার্ড না দিয়ে আত্মসাত করা হয়েছে। একাদশ শ্রেণীর ফরম ফিলাপ বাবদ ২ হাজার ১৬৫ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়েছে। এডমিড ও রেজিষ্ট্রেশন কার্ড না পাওয়া শিক্ষার্থীগণ জানান, এইচএসসি (বিএম) দ্বাদশ শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষা ২০২১ দেয়ার সুযোগদেয়াসহ অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীসহ উর্দ্ধোতন প্রশাসনিক সকলকে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানোর জন্য আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীরের সাথে এই মোবাইল ফোন নম্বরে ০১৯৫৭৪২৪৯৮ বার বার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, বিষয়টি আমি অবগত হয়ে বিভিন্ন দপ্তরে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে কথা বলেছি তাঁরা আমাকে পরীক্ষার্থীদের পরিক্ষা দেয়ার আশ^স্থ্য করেছে এবং আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।