শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
শতবর্ষের ঐতিহ্য টিকিয়ে রাখছেন ভালুকার কুমারেরা, নতুন প্রজন্ম আগ্রহ হারাচ্ছে সুন্দরবনে দুঃসাহসিক অভিযান: নারীসহ ৩৩ জেলে উদ্ধার. পালালো কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনী জামালপুরে যমুনার চরে ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রকৃত ভূমি মালিকদের মানববন্ধন নীলফামারীতে আউটসোর্সিংয়ে ‘আ.লীগ তোষণ’ বিক্ষুব্ধ ছাত্রদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম সীতাকুন্ডে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল গলাচিপায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে প্রণোদনার সার-বীজ বিতরণ ধনবাড়ীতে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ লালমনিরহাটের সন্তান ব্যারিস্টার উজ্জল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত

বসুন্ধরা কিংস’র দায়িত্ব আসতে পারে সাফায়েত সোবহান সানভির

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০

বসুন্ধরা কিংসকে স্বপ্নের শিখরে উন্নতি করার জন্য। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেয়ার জন্য অভিভাবকের দায়িত্ব নিতে যাচ্ছেন সাফায়েত সোবহান সানভির।

একটি মহল থেকে বেশ জোরেশোরে শোনা যাচ্ছে আগামী দিনে বসুন্ধরা কিংসকে সামনে থেকে নেতৃত্ব দিবেন সাফায়েত সোবহান সানভির। শৈশব থেকেই সব ধরনের খেলা পছন্দ করতেন সাফায়েত সোবহান সানভির। তবে সবচেয়ে প্রিয় ছিল ফুটবল-ত্রিকেট। খেলাধুলার প্রতি ধীর মনোযোগ ছিল তরুণ এই ক্রীড়া প্রেমির।

একটি মহল বলছে সাফায়েত সোবহান সানভির বসুন্ধরা কিংসকে নেতৃত্ব দিলে দলটি সামনে আরো ভয়ানক শক্তি শালী দলে পরিনত হবে। এবং কি বসুন্ধরা কিংস বহির বিশ্বে বেশ শুনাম অর্জন করবে বলেও জানা যায়।

প্রতিভাবান ফুটবলার খোঁজে বেশ জোরেশোরে তাকমা লাগিয়ে থাকে দলটি। খেলোয়াড়দের দুই দলে ভাগ করে অনুশীলন করেন। উঠে আসে অনেক প্রতিবাভান ফুটবলারও। যা বসুন্ধরা কিংসকে পাইপলাইন আরো শক্ত করে বলে মনে করেন বসুন্ধরা কিংস।

ক্লাবটির জন্মলগ্ন থেকেই পৃষ্ঠপোষকতা এবং নানা ধরনের দিকনের্দেশনা দিয়ে আসছে উদীয়মান ক্রীড়া প্রেমি সাফায়েত সোবহান সানভির। একটি মহল থেকে শোনা যাচ্ছে সাফায়েত সোবহান সানভির বসুন্ধরা কিংসের নেতৃত্বে আসলে এটাই হবে দেশের সেরা নেতৃত্ব। সাফায়েত সোবহান সানভির বসুন্ধরা বর্তমানে গ্রুপের ভাইস চোয়ারম্যান এবং বাংলাদেশের সফল শিল্প উদ্যোক্তাদের মধ্যে অন্যতম।

২০১৩ সালে ক্লাবটি বসুন্ধরা কিংস গঠিত হলেও প্রথমদিকে খুব বেশি সক্রিয়তা ছিলো না। ২০১৬ সালে পাইওনিয়ার লীগ জয়ের পর দলটি তৃতীয় স্তরের লীগের জন্য উত্তীর্ণ হয়।তবে দলটি ২য় স্তরের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে খেলার ইচ্ছা প্রকাশ করে এবং কিছু শর্ত পূরণ করার পর দলটি খেলার জন্য উত্তীর্ণ হয়।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ২০০ বিঘা জায়গার ওপর বসুন্ধরা কিংস তৈরি করবে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স।
‘বসুন্ধরা কিংস স্পোর্টস কমপ্লেক্স’ নামে এই বিশাল ক্রীড়া স্থাপনাতেই থাকবে ফুটবল স্টেডিয়াম। যে স্টেডিয়াম আগামীতে হবে তাদের হোম ভেন্যু। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়ে প্রথমবারেই শিরোপা ঘরে নেয় বসুন্ধরা কিংস। দেশের গন্ডি পেরিয়ে উপমহাদেশে এএফসি কাপে খেলেছে দেশের স্বনামধন্য দলটি।

বসুন্ধারা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজের ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া পাঠকদের হুব হুব তুলে ধরা হলো

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের রেভুলেশন

বসুন্ধরা কিংসকে স্বপ্নের শিখরে উন্নতি করার জন্য। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেয়ার জন্য অভিভাবক এর আবির্ভাব সাফায়েত সোবহান সানভির। রেভুলেশন নিয়ে আসতেছি আমরা দেশের ক্রীড়াঙ্গনকে অনন্য শিকড়ে নিয়ে যাওয়ার জন্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com