সোমবার, ০১ জুলাই ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

মঠবাড়িয়ায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ৯ জন আহত

গাজী মো. মাসুদ রানা মঠবাড়িয়া (পিরোজপুর) :
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ১১ নম্বর বড়মাছুয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নৌকা ও বিদ্রোহী প্রর্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন গুরুতর জখম হয়েছে। রবিবার রাতে বড়মাছুয়া ইউপির ৫নম্বর ওয়ার্ড গাজীর চটান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ৪ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে নৌকার সমর্থকরা মোটরসাইকেলযোগে বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের বাড়ি সংলগ্ন ৫নম্বর ওয়ার্ডে গণসংযোগে যায়। এসময় বিদ্রোহী প্রার্থী (চশমা প্রতীকের) সমর্থকরা তাদের প্রচারণায় বাঁধা দিয়ে দুটি মোটর সাইকেল ডোবায় ফেলে দিয়ে দুই সমর্থককে আটকে রাখে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন হাওলাদার দাবি করেছেন, নৌকা প্রার্থীর সমর্থকরা তার বাড়ীতে হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী আয়েশা আক্তার মনি জানান, বিদ্রোহী প্রার্থীর বহিরাগত সন্ত্রাসী লোকজন তার দুই কর্মীকে আটকে রেখে দুটি মোটরসাইকেল ডোবার পানিতে ফেলে দেয়। খবর পেয়ে আমাদের অন্য সমর্থকরা তাদের উদ্ধারে এগিয়ে আসলে বিদ্রোহী প্রার্থী নাসিরের সমর্থকরা হামলা চালায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল ইসলাম বাদল বলেন, নির্বাচনী প্রচারণার জের ধরে হামলার ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com