মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দিঘুলিয়া ইউনিয়নে আংগুটিয়া গ্রামে দীর্ঘ উনিশ বছর যাবৎ রাস্তা বিহীন ভাবে পরে আছে এই ব্রিজটি। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান ও মোঃ খোকন ও বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান এই সময় পার করেন। এলাকা বাসীর সাথে কথা বললে, কয়েকজন অভিযোগের সুরে বলেন, যেখানে আওয়ামীলীগ সরকার বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে মনোনিবেশ করে সারা বাংলাদেশে প্রচুর কাজ করে যাচ্ছে, সেখানে আমরা রাস্তা না থাকার কারনে যাতায়াত সহ কৃষি কাজের সরমজাম নিয়ে জমিতে যেতে পারি না। এবং জমি থেকে ফসল কেটে এই ব্রিজের জন্য বুজা নিয়ে আসা যাওয়া করা যায় না। প্রকৃত পক্ষে দিঘুলিয়া ইউনিয়নের এই গ্রাম টি তুলনামুলক নিচু হওয়ার কারনে একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের সাথে কথা বললে, বাচ্চারা বলে আমাদের এলাকার রাস্তা বলতে কিচ্ছু নেই। সামান্য বৃষ্টি হলেই আমরা স্কুলে যেতে পারি না। এই ওয়ার্ডের মেম্বার হারুনুর রশীদ কে সাথে নিয়ে পর্যবেকখন করলে তিনি বলেন আমরা বিষয়টা নিয়ে অনেক বার মিটিং করেছি। কিন্তু কোন সুরহা করতে পারি নাই। মেম্বারকে এই বিষয় নিয়ে প্রশ্ন করলে মেম্বার বলেন এই বিষয়টা চেয়ারম্যান ভাল বলতে পারবেন। চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করার জন্য ফোনে বার বার কল করলে ও তিনি কল রিসিভ করেন নাই। এলাকা বাসীর একটায় দাবি জনপ্রতিনিধির কাছে ব্রীজটি দূর্ত অপসারণ করে জনগণের চলাচল স্বাভাবিক করে দিতে।