ভোলা ৩ আসনের সাংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মেঘনা নদীর পানির নীচ দিয়ে বিচ্ছিন্ন চর বাসীকে বিদ্যুৎতের সেবা পৌঁছে দিয়ে দুর্গম চর বাসীকে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যার ফলে প্রতিমুহূর্তে এই দুর্গম চরাঞ্চলের মানুষ দেশ বিদেশের সকল তথ্য এখন থেকে জানতে পারবে। তিনি আরো বলেন, দুর্গম চরে বিদ্যুৎ ব্যবস্থা ফলে মানুষের জীবনযাত্রার মান যথেষ্ট উন্নয়ন ঘটবে। প্রখর রৌদ্রময় কৃষি জমি থেকে ফিরে এসে ফ্যানের বাতাসে শরীর মন জুড়িয়ে যাবে চরবাসীর। একটা সময় মুঠোফোনে চার্জ দিতে হলে খাল-বিল পেরিয়ে মুঠোফোন জেনারেটরের মাধ্যমে চার্জ দিতো হতো। রাতে প্রতিটি ঘরের পরিবেশ ছিলো ভৌতিক। আজ সেই ঘরগুলো বিদ্যুৎ এর আলোয় আলোকিত হয়েছে। বিদ্যুত ব্যবহার করে এসব চরাঞ্চলের প্রান্তিক মানুষের জীবনকে অনেক সহজ করে তোলা হয়েছে এবং পাল্টে যাবে তাদের কঠিন জীবনধারা। পল্লীবিদ্যুৎ চরের মানুষের সত্যিই আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। এতে তাদের বহু সমস্যা কেটে যাবে বলে তিনি মনে করেন। বুধবার (৫ জানুয়ারি) সকালে চরশাওন বাজারে, তজুমদ্দিন উপজেলার, চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নের চর জহিরউদ্দিন, চর মোজাম্মেল ও চর শাওন, ৮ হাজার ৬০০ টি পরিবারের মাঝে, ৯২ কোটি ৫০লাখ, টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন এর সভাপতিত্বে তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে এসেছেন। এক সময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন মাহাজন, ভোলা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আলতাফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।