ফের লাফিয়ে লাফিয়ে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। নতুন বছরের জানুয়ারির মাসের প্রথম দিন থেকে শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান জানিয়েছেন। তবে ৩১ ডিসেম্বর যার হার ছিলো শূন্য। কিন্তু নতুন বছরের প্রথম দিন থেকে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে ৭ দশমিক ৩৪ ভাগ। অন্যদিকে বেশ কিছু দিন ধরে লক্ষ করা গেছে, দেশব্যাপী ফের বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তর হার। তবে বরিশালে করোনা প্রতিরোধে ব্যাপারে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোন কঠোর ব্যবস্থা নিতে দেখা যায়নি। রাস্তায় বের হলেই দেখা যাচ্ছে মাক্স ছাড়াই দোকান পাট, শপিং মহল, খাবার হোটেল সহ বিভিন্ন দপ্তরের চলাফেরা করছে সাধারন জনগন। সচেতন নাগরিকদের প্রশ্ন বরিশালে প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত মাক্স বিহীনদের বিরুদ্ধে অভিযান পরিচালনা না করা হলে ভবিৎষতে আরো বেড়ে যেতে পারে বলে ধারনা তাদের। তাই নতুন বছরের নতুন ভাবে মাঠে নামার দাবি জানিয়েছেন প্রশাসনকে। বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ছয় জেলায় গত ৩১ ডিসেম্বর করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় ছিলো। কিন্তু বছরের প্রথম দিনই শনাক্তের হার দাড়ায় ৩ দশমিক ৭৭ ভাগে, ২ জানুয়ারি এই হার কিছুটা কমে দাড়ায় ৩ দশমিক ১৩ ভাগ, ৩ জানুয়ারি আবারও তা বেড়ে ৩ দশমিক ৭০ ভাগে দাড়ায়, ৪ জানুয়ারি ৪ দশমিক ৫৫ ভাগ দারিয়েছে এবং বুধবার ৫ জানুয়ারি শনাক্তের হার ৭ দশমিক ৩৪ ভাগ বেড়ে দ্বিগুণ হয়ে দারিয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বরিশালে ৩ দশমিক ৮৫ ভাগ, ঝালকাঠিতে ১৪ দশমিক ২৯ ভাগ, পিরোজপুরে ৫ দশমিক ৮৮ ভাগ, পটুয়াখালীতে ১৯ দশমিক ০৫ ভাগ এবং ভোলা ও বরগুনা জেলায় শনাক্তের হার শূন্য স্থানেই রয়েছে বলে জানিয়েছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। ২০২০ সালের ১১ মার্চ থেকে ২০২২ সালের ৫ জানুয়ারি বিকেল পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭৯ জন।