দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত আট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬ প্রার্থী ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী দুই ইউনিয়নে বিজয়ী হয়েছেন। গত বুধবার পঞ্চম ধাপের এ নির্বাচন শেষে রাতে ১২ টায় নির্বাচনী কর্মকর্তারা বে-সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন- বেলাইচন্ডী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ১১ হজার ৩শ১৪ ভোটে কৃষিবীদ নুর মোহাম্মদ রাজা, মন্মথপুর ইউনিয়নে ওয়াদুদ আলী শাহ ৬হাজার ৭শ ১৯, চন্ডিপুর ইউনিয়নে আলহাজ্জ মজিবর রহমান সরকার ১০হাজার ৩শ ২২, হবড়া ইউনিয়নে আনিসুজ্জামান সরকার আনিস ৭হাজার ৭শ ৫৬, হামিদপুর ইউনিয়নে রেজওয়ানুল হক ৭ হাজার ৯শ ২ ও হরিরামপুর ইউনিয়নে মোজাহেদুল ইসলাম সোহাগ ৯হাজার ৪শ ৪ভোটে এবং মোমিনপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম আনারস প্রতীকে ৮হাজার ৩শ ৯৪ ও মোস্তফাপুর ইউনিয়নে মোঃ মতিয়ার রহমান একই প্রতীক নিয়ে ৭হাজর ২শ ৪৭ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, পৌরসভার সাথে উপজেলার রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এ দুই ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখা হয়। বাকি ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদের ৫২ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১২ জন ও মেম্বার পদে ৩০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ৭৫টি কেন্দ্রে ৫৪১টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০১১২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ১০১১১৭ ও মহিলা ভোটার রয়েছেন ১০০০৬ জন।