গাজীপুরে মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৭১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়।
সূত্রে জানা গেছে, জেলার গাজীপুর সদর উপজেলায় ৩০ জন, কালিয়াকৈর উপজেলায় ৭ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, কাপাসিয়া উপজেলায় ৩ জন, শ্রীপুর উপজেলায় ৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন অফিসের সূত্রে আরো জানা গেছে, গাজীপুরের ৫টি উপজেলার মধ্যে গাজীপুর সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় আক্রান্ত হয়েছে ৪১৮ জন। অন্য উপজেলার আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে ১১১ জন, কাপাসিয়ায় ৮৩ জন, কালিয়াকৈরে ৭০ জন ও শ্রীপুর উপজেলার ৩৬ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ২১৫ জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন এবং ৩ জন মারা গেছেন।
এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৭৬১৮ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ৪৯৪ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন।
এমআর/প্রিন্স