দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণ ও রেণু উৎপাদন কৌশল এবং আধুনিক পদ্ধতিতে চাষ ব্যবস্থা গতকাল ০২ দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। জাপান ইন্টারন্যাশানাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) অর্থয়নে ও উপজেলা পরিষদ লাকসাম, কুমিল্লার আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলমের সভাপতিতে, প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, উপজেলা ডেলেপামেন্ট ফেসিলেটর মোঃ সফি উল্ল্যাহ, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ নাসির উদ্দিন সহ ৩০জন প্রশিক্ষনার্থী এই সময় উপস্থিত ছিলেন।