মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

চেয়ারম্যান ও মেম্বারগণের গেজেটের দাবীতে মানববন্ধন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

২নং রাণীশিমূল পাইলট ইউনিয়নের নব নির্বাচিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার ২নং রাণীশিমূল পাইলট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হামিদ ও মেম্বারগণের গেজেটের দাবীতে রাণীশিমূল ইউনিয়নবাসী গত ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষতি আসনের মেম্বারগণ মানবন্ধনে উপস্থিত হলে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা তার দলবল নিয়ে মানববন্ধনে অতর্কিত হামলা করে নবনির্বাচিত মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার এবং তাদের সমর্থকদের আহত করেন। আহতরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাৎক্ষনিক শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব বিল্পব কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ এসে পরিবেশ স্বাভাবিক করেন। পরিবেশ শান্ত হলে, স্থান পরিবর্তন করে অন্যত্র মানববন্ধনে বক্তৃতাকালে নর্বনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সোহাগ জানান, আমাদের নির্ধারিত মানববন্ধনে পরাজিত প্রার্থী মাসুদ রানা দলবলসহ যে হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করার জন্য পুলিশের নিকট আহ্বান জানান। আঃ হামিদ সোহাগ বলেন, গত ২৬ ডিসেম্বর ২নং রাণীশিমূল পাইলট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ঘোড়া প্রতিকের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৪৯৭৬ নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৪৩৪৮। ২নং রাণীশিমূল ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলেও আমার ও জনগণের বিজয় ছিনেয়ে নেওয়ার জন্য নৌকার প্রার্থী মাসুদ রানা বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দূর্নীতি করতে চেয়েছিল। কিন্তুু উপজেলা পর্যায়ে যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন তাদের সততার কাছে তারা হেরে যায়। ঐ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উপজেলার কাকিলাকুড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কে.এম আব্দুল্লাহ আল জসিম (৪০)। যার ইনডেক্স ২০৯৬৬৩৮। তিনি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ সোহাগের প্রাপ্ত ভোট ৬৭১ কে টেম্পারিং/ঘষামাজা করে ৩৭১ করে দেখানো হয়েছে, এবং নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদ রানার প্রাপ্ত ভোট ৪৯৭ কে টেম্পারিং/ঘষামাজা করে ৭৯৭ দেখানো হয়েছে, পরবর্তীতে ঘটনার বিষয়টি যাচাই বাছাইসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে রাখে। দুস্কৃতিকারী কে. এম আব্দুল্লাহ আল জসিমসহ তার জবানবন্দিতে আরো ৭/৮ জনের নামে অজ্ঞাত আসামী করা হয়। ২৬/১২/২০২১ তারিখ রাত অনুমান ৯.০০ ঘটিকার সময় মোঃ জিয়াউল হক উপজেলা শিক্ষা অফিসার ও দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার শ্রীবরদী, শেরপুর বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন। শ্রীবরদী থানা মামলা নং-১৮/৩৭১। উক্ত মামলায় বর্তমানে তিনি জেলহাজতে আছে। অসাধু উপায় অবলম্বন করিয়া পেনাল কোড আইনের ৪০৬/৪২০ ধারার অপরাধ এবং উক্ত বিবাদী নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে সরকারী পদমর্যাদা অপব্যবহার করিয়া ফলাফল শীটে ফ্লুইড ও ঘষামাজা করিয়া দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেওয়ার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদে) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭৭ (চ), ৭৯ (ঘ),৮০,৮১ বিধি প্রযোজ্য। উল্লেখ্য যে, যাছাই বাছাই শেষে উপজেলা শিক্ষা অফিসার ও দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসার জনাব জিয়াউল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার আব্দুল হামিদ সোহাগের ঘোড়া প্রতীককে বিজয়ী চেয়ারম্যান হিসেবে বেসরকারীভাবে ফলাফল ঘোষণা ও স্বাক্ষর করেন। নব নির্বাচিত চেয়ারম্যান আঃ হামিদ সোহাগ আরো বলেন, জনাব খোরশেদ আলম কালা সাহেবের আত্মীয়দের মুখে মুখে শুনতে পাচ্ছি আমাদের সচিব সাহেব ঢাকা নির্বাচন অফিসে ফোনে কথা বলে গেজেট আটকিয়েছে, কিন্তুু আমার বিশ্বাস খোরশেদ সাহেব বাংলাদেশের একজন নক্ষত্র শ্রীবরদী উপজেলাবাসীদের অহংকার। তিনি জানান, আমার বিশ্বাস জনাব খোরশেদ সাহেব এই কাজের সাথে জড়িত না। জনাব খোরশেদ সাহেবের নাম ভাঙ্গিয়ে তার আত্মীয়-স্বজন ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে। আমি মনে করি জনগণের ভোটের রায় যেদিকে তিনি সেদিকে থাকবেন। আব্দুল হামিদ সোহাগের প্রত্যাশা জনাব খোরশেদ সাহেব অচিরেই এই সমস্যা সমাধান করে দিবেন। আব্দুল হামিদ সোহাগ বলেন, শ্রীবরদী উপজেলার বাকি নয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের গেজেট এবং শপথ দিয়েছে তারা স্ব স্ব জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনগণ ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে এবং যারা মেম্বার নির্বাচিত হয়েছে। ২নং রাণীশিমূল ইউনিয়নবাসীর প্রাণের দাবী অবিলম্বে গেজেট প্রকাশ করার মাধ্যমে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগসহ নির্বাচিত সকল মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বারদের শপথ দিয়ে দায়িত্ব ও অধিকার বুঝিয়ে দেয়া হোক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com