ইউক্রেনের রাজধানী কিয়েভ এখন সন্ত্রস্ত। তার থেকেও বেশি সন্ত্রস্ত সেখানকার রমণীরা। অন্য বিপদ তাড়া করছে কিয়েভের সুন্দরীদের। সান অনুসারে, ইউক্রেনীয় তরুণীদের ডেটিং অ্যাপ টিন্ডারে ঝাঁকে ঝাঁকে আসছে বন্ধুত্বের আবদার। কিন্তু সেই বন্ধুত্ব চাইছে শত্রুপক্ষ রাশিয়ার সৈনিকরাই। প্রতিবেদনে বলা হয়েছে, Dasha Synelnikova-এর অ্যাপটিতে মাঝে মাঝেই ভেসে উঠছে আন্দ্রেই, আলেকজান্ডার, গ্রেগরি, মাইকেল এবং ব্ল্যাক নামের সৈন্যদের নাম। সিনেলনিকোভা নামে বছর ৩৩ এর এক ভিডিও নির্মাতা জানাচ্ছেন, ‘আমি কিয়েভে থাকি, কিন্তু আমার লোকেশন সেটিংস পরিবর্তন করে খারকিভ করে দিয়েছিলাম যখন একজন বন্ধু আমাকে বলেছিল টিন্ডারে রাশিয়ান সৈন্যরা ঢুকে পড়েছে।’ ইউক্রেনের সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের মতে, খারকিভের উত্তরে রুশ বাহিনী একত্রিত হয়ে আসন্ন আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেনীয় রমণীদের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রুশ সৈনিকদের লোভ থেকে শরীর বাঁচাতে ইউক্রেনের মহিলারা তাই ঠিকানা বদলে দিচ্ছেন তাদের টিন্ডার অ্যাপে।
কিন্তু তাতেও কতটা রক্ষা পাওয়া যাবে তা নিয়ে চিন্তা তাদের। কারণ, চারদিকে শত্রু শিবিরের সামরিক বাহিনী। আর তার মধ্যেই মিশে রয়েছে লোলুপ চোখ। সেইসঙ্গে ডেটিং সাইটে আপত্তিকর ছবি দিয়ে ইউক্রেনীয় তরুণীদের আকৃষ্ট করার চেষ্টা করছে রাশিয়ান সেনারা। সিনেলনিকোভা জানাচ্ছেন, আমি সেইসব ছবি দেখে আগ্রহ দেখায়নি, আর কোনো ভাবেই আমি শত্রুপক্ষের কারও সঙ্গে শুতে চাই না। কিন্তু অনেকেই কৌতূহলবশত: সেইসব মেসেজ আদান-প্রদান করেছেন। সিনেলনিকোভা যে ছবিগুলো দেখিয়েছেন, তাতে রাশিয়ান সেনাদের কালাশনিকভ হাতেও দেখা গেছে। জানা গেছে, মহিলাদের কাছে ডেটিং-এর আবদার জানাতে রুশ সৈনিকরা সামরিক পোশাকেই আবির্ভূত হচ্ছেন। বিশেষজ্ঞরা এর পেছনে গুপ্তচরবৃত্তির হাতছানিও দেখছেন। তাদের মতে, রাশিয়ান সেনারা ভেতরের খবর জানতে ইউক্রেনীয় তরুণীদের ফাঁদে ফেলার চেষ্টা করছেন।
সূত্র: https://nypost.com