জামালপুরে ভাষা সৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা এর স্বারক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) ভাষা সৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মৃতি পরিষদ আয়োজিত তিতপল্লা ইএসডিও ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার মিলনায়তনে স্বারক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মৃতি পরিষদের সভাপতি প্রফেসর মাসুম আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বারক গ্রন্থ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন,প্রধান মন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। গেস্ট অব অনার আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন (সিআইপি)এমপি। বিশেষ অতিথি ছিলেন, সরকারী আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ মো. আলী আকবর ফকির, স্বারক গ্রন্থ পাঠ করেন, ড.মুহাম্মদ শহীদ উজ জামান, স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা এর জেষ্ঠ কন্যা ছুরাইয়া আক্তার, তিতপল্লা ইউপির চেয়ারম্যান, আলহাজ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক,ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি-সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য্য ড. আব্দুস সামাদ প্রমুখ।