মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

মো. দিদার এসিএমইউএ-র ভাইস চেয়ারম্যান নির্বাচিত

শাহজাহান সাজু :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- বাংলাদেশি আমেরিকান মো. দিদার আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস অথরিটি (এসিএমইউএ)র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ষোলো ফেব্রুয়ারি, বুধবার অনুষ্ঠিত এসিএমইউএ-র পর্ষদ পুনর্গঠন সভায় তিনি এই পদে নির্বাচিত হন।উল্লেখ্য, তিনিই প্রথম বাংলাদেশি আমেরিকান যিনি এই পদে নির্বাচিত হলেন। বাংলাদেশের ভোলা জেলার দৌলতখান থানার মরহুম আব্দুল ওয়াদুদ হাওলাদার ও মরহুমা রওশন বেগম এর সন্তান মো. দিদার ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন। বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মো. দিদার ১৯৭২ সালের আঠারো জুন জন্মগ্রহন করেন। মনোবিজ্ঞানে স্নাতকোত্তর মো. দিদার তিন কণ্যা সন্তানের জনক।তাঁর সহধর্মীনি নূর শাহিদা লাকী। বিএনপি অব নিউ জারসি স্টেট (সাউথ) এর সদস্য সচিব মো. দিদার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠান এর সাথে যুক্ত থেকে নিরলসভাবে কমিউনিটি সেবায় নিয়োজিত আছেন। বাংলাদেশি আমেরিকান মো. দিদার আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস অথরিটি (এসিএমইউএ)র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com