জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযুদ্ধার স্ত্রীকে নির্যাতন করে বাড়ী থেকে উচ্ছেদের অপচেষ্টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ। গত শুক্রবার সকালে উপজেলার আওনা ইউনিয়নের টিকরা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভোক্তভোগীর অভিযোগে জানা যায়, মুক্তিযোদ্ধার অসহায় স্ত্রী সুরাইয়া বেগমকে ২০১৬ সালে তার স্বামী বীর মুক্তিযুদ্ধা আবুল হোসেন টিকরাপাড়া গ্রামে তার নিজ বাড়িতে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস করছেন। সুরাইয়া মুক্তিযুদ্ধা আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী। তার গর্ভে একটি পুত্র সন্তান বর্তমানে ঢাকা শহরে পড়াশোনা করছে। এদিকে সুরাইয়া পরিবার পরিকল্পনা বাটিকামারী উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মচারী পদে কর্মরত আছেন। মুক্তিযোদ্ধা আবুল হোসেন নিজ বাড়ীতে অবস্থান না করায় তার আরেক ভাই মকবুলের ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যরা সুরাইয়াকে একা পেয়ে মাঝে মধ্যেই নির্যাতন করে আসছে। শুক্রবার ভোরবেলা মকবুলের ছেলে আব্দুল হামিদ তার ঘরের তালার চাবি অবিকল নকল তৈরি করে তার অনুপস্থিতে ঘরে প্রবেশ করে মটরপাম্প, টেলিভিশন, কম্পিউটার, গ্যাসের চুলা, সহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর ও ক্ষতিগ্রস্থ করে এবং মূল্যবান একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সুরাইয়াকে মারধর করে। তিনি আরো বলেন, আব্দুল হামিদ তাকে ঐ বাড়ি থেকে উচ্ছেদের অপচেষ্টায় তার সাজানো ফল বাগান ও স্প্রে মেসিন দিয়ে এসিড জাতীয় কেমিকেল ঘরেরচালে ছিটিয়ে দেন। তিনি বর্তমানে ঐ বাড়ীতে জীবনের নিরাপত্তাহীনতায় বসবাস করছে বলে জানান।