“মুজিবর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যোর আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা সি,পি,পি সদস্য-সদস্যাসহ সুধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে গলাচিপা প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণঢ্য র্যালী ও মিছিল বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের প্রতিপাদ্যো বিষয় ও করনীয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে র্যালী এবং বক্তব্য অংশ গ্রহণ করেন উপজেলা দক্ষ অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, গলাচিপা সদর ইউনিয়নের সি,পি,পি টিম লিডার মো. দেলোয়ার হোসেন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উপঃ সহকারী প্রকৌশালী মো. আসাদুজ্জামান আরিফ। সভায় প্রধান অতিথি ও নির্বাহী অফিসার বলেন, উপকূলীয় জনপদে প্রাকৃতিক সামুদ্রিক ভাবে নান বিধ দূর্যোগ মোকাবেলায় আমরা বিশ্বের সাথে আজ সমাদৃত। তাই সকলকে স্ব-স্ব স্থান থেকে, যে কোন দূর্যোগ মোকাবেলায় মানুষকে সচেতনতা বৃদ্ধি করার অনুরোধ করেন।