রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

মেহেরপুরে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

মেহেরপুর জেলার গাংনীতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে স্ত্রীর উপর অভিমানে আত্মহত্যা করেছেন টোকন আলী (২০) নামের এক যুবক।টোকন গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের পুলিশ ক্যাম্পপাড়ার ইফার আলীর ছেলে। যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা নিজ ঘরের আড়ার সাথে টোকনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান টোকন তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা বেজে গেলেও টোকনের কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ। এসময় তাকে ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে দরজা ভেঙ্গে দেখে ঘরের আড়ার সাথে শাড়ি দিয়ে পেঁচানো তার মরদেহ ঝুলছে। এসময় পুলিশকে খবর দেয়া হয়। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে টোকন স্ত্রীর উপর অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। কি কারণে মারা গেছে তদন্তের পর বলা সম্ভব হবে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com