বরিশাল বিভাগে শুরু হচ্ছে দুইদিন (১৩-১৪ মার্চ) ব্যাপী ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আগামী ১৩ মার্চ সকালে বরিশাল নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া এ চলচ্চিত্র প্রদর্শনী চলবে ১৪ মার্চ সন্ধ্যা পর্যন্ত। প্রতিদিন বিনামুল্যে চারটি চলচ্চিত্র প্রদশর্নী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় এ চলচ্চিত্র উৎসবের আহ্বায়ক তানিমা রহমান খান। শনিবার সকাল ১১টায় বরিশাল রিপোর্টাস ইউনিটি কার্যলয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য তুলে ধরা হয়। এসময় আরো উপস্থিত ছিলেনআবিদা বিনতে হাফিজ, সাকিবুল ইসলাম এসময় তিনি বলেন, প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায়, মোট ৪টি প্রদর্শনী হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানাে হবে। উৎসবের সকল প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোর সহ সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে। এবারও উৎসবের অন্যতম আকর্ষনীয় বিভাগ হিসেবে রয়েছে বাংলাদেশী শিশুদের নির্মিত প্রতিযোগীত বিভাগটি। এসময় তারা বলেন শিশু চলচিত্র আয়োজনের মাধ্যমে সকল শিশুকে একত্রিত করার মাধ্যমে একে অপরকে পরিচিত করা হবে। উল্লেখ্য ২০১৪ সালে শেষবারের মত বরিশালে আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসবের পর এই দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।