মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

পোশাকের ক্রয়াদেশ সুদিন ফেরার আশা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লাহ অ্যাপারেলস সম্প্রতি স্পেনের একটি বাস্কেটবল দলের অফিশিয়াল ফ্যান জার্সির ক্রয়াদেশ পেয়েছে। স্পেনের রিয়াল মাদ্রিদের বাস্কেটবল দলের সমর্থকরা এ জার্সি পরবেন। ক্রেতা প্রতিষ্ঠানটি জার্সি তৈরিতে ব্যবহার্য কাপড়ও বাংলাদেশের কোনো কারখানা থেকে সরবরাহ নিতে আগ্রহী।
এরই মধ্যে বাংলাদেশের স্থানীয় কারখানায় উৎপাদিত জার্সির কাপড়ও পছন্দ করেছে ক্রেতা প্রতিষ্ঠান। কারখানা কর্তৃপক্ষের দাবি, এ ধরনের ক্রয়াদেশ বাংলাদেশে আগে খুব বেশি আসেনি। যেগুলো এসেছে, সেগুলোর কাপড় আমদানি করতে হতো চীন থেকে। পোশাক শিল্পসংশ্লিষ্টরা বলছেন, চীন থেকে ক্রয়াদেশ স্থানান্তর হয়ে বাংলাদেশে আসার গতি সাম্প্রতিক সময়ে বেড়েছে। শুধু চীন নয়, ক্রয়াদেশ সরে আসছে এমন দেশগুলোর তালিকায় রয়েছে ভিয়েতনাম ও কম্বোডিয়াও। মূলত যুক্তরাষ্ট্রের ক্রেতারাই ক্রয়াদেশ স্থানান্তর করছে বেশি। দেশটির বড় পোশাক ক্রেতাদের মধ্যে আছে ওয়ালমার্ট, ভিএফ (কন্তুর), গ্যাপ, জেসিপেনি, ক্যালভিন ক্লেইন, টমি হিলফিগার। তাদের প্রায় সবাই ক্রয়াদেশ স্থানান্তর করে বাংলাদেশে নিয়ে এসেছে। পাশাপাশি ইউরোপভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। ক্রয়াদেশ স্থানান্তর হচ্ছে ওভেন ও নিট পোশাক দুই ক্ষেত্রেই।
পোশাক শিল্প মালিকদের দাবির সঙ্গে মিলছে বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনার তথ্যও। নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা বিভাগের এক্সটারনাল ইকোনমিক্স শাখা থেকে প্রকাশ পায় তৈরি পোশাকের প্রান্তিক পর্যালোচনা শীর্ষক প্রতিবেদন। চলতি মাসে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে ক্রয়াদেশ স্থানান্তরের এ ধারা উঠে এসেছে।
বিজিএমইএ প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ক্রয়াদেশ বাংলাদেশে স্থানান্তর হওয়া অব্যাহত আছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে কী ঘটবে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারাই ক্রয়াদেশ স্থানান্তর করে বাংলাদেশে নিয়ে আসছেন। চীন ও ভিয়েতনামে না গিয়ে সেগুলো বাংলাদেশে আসছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের জুনে রফতানি বৃদ্ধি পেলেও গতি ছিল মন্থর। সেই গতি বাড়তে শুরু করে সেপ্টেম্বরে। চলমান কভিড মহামারীতেও ২০২১ সালের ডিসেম্বরে রফতানি ছিল অনেক বেশি উৎসাহব্যঞ্জক। বৈশ্বিক লকডাউন শিথিল হওয়ার পর ক্রেতারা ক্রমেই ক্রয়াদেশ স্থানান্তর করছেন বাংলাদেশে। বর্তমানে পোশাক রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে তুলা ও সুতার মতো কাঁচামালের দাম, অস্বাভাবিক পরিবহন খরচ, ক্রয়াদেশ বাতিলের মতো সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে বিবেচনায় নেয়া প্রয়োজন বলেও মনে করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পর্যালোচনায় উঠে আসা তথ্যের সাম্প্রতিক পরিস্থিতি যাচাইয়ে বাংলাদেশ থেকে পোশাক ক্রেতা বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা হয় বণিক বার্তার পক্ষ থেকে। নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রতিষ্ঠান প্রতিনিধিরা জানিয়েছেন, চীন এখন গোটা বিশ্বের জন্য হুমকিস্বরূপ। যুক্তরাষ্ট্রের বড় জায়ান্ট কোম্পানিগুলো তাদের উপস্থিতির বিকেন্দ্রীকরণ করছে। চীন, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যে ক্রয়াদেশগুলো যেত, সেগুলো এখন পাকিস্তান, শ্রীলংকা, ভারত ও বাংলাদেশে আসছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের কারখানাগুলো যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ ক্রয়াদেশ পাচ্ছে। গত জানুয়ারি মাসেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৪০ শতাংশের বেশি। ইউরোপের ক্রেতারাও ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে, তবে তা বড় আকারে এখনো বাংলাদেশে আসতে শুরু করেনি। স্থানান্তরের যে গতি সেটা এপ্রিল পর্যন্ত গড়াবে। যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের শঙ্কা রয়েছে।
পোশাক শিল্প মালিকরা বলছেন, সামগ্রিকভাবে ক্রয়াদেশ বৃদ্ধির একটা প্রবণতা আছে। এ বৃদ্ধির পুরোটাই স্থানান্তর না। অর্থাৎ ক্রয়াদেশ যে বাড়ছে তার মধ্যে চাহিদা বৃদ্ধি ও স্থানান্তর দুটোই আছে। স্থানান্তর হচ্ছে মূলত যে ক্রয়াদেশ চীনারা পেত সেটা। এছাড়া কিছুটা ভিয়েতনাম থেকেও হয়েছে। দেশটিতে কভিডের প্রভাবে লকডাউন কার্যকর হওয়ার ফলে তখন ক্রয়াদেশগুলো বাংলাদেশে সরে এসেছে। সামগ্রিকভাবে ক্রয়াদেশ বৃদ্ধির যে গতি, তা কভিড-পরবর্তী অতিরিক্ত চাহিদার কারণে। ক্রেতাদের মজুদ শেষ হয়ে গিয়েছিল। ফলে ক্রয়াদেশ হঠাৎ করেই বেড়েছে। একটা পর্যায়ে উপচে পড়েছে।
প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক এবং নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বণিক বার্তাকে বলেন, স্থানান্তর হওয়ার প্রবণতা এখনো অব্যাহত আছে। কিন্তু অতিরিক্ত চাহিদার পরিপ্রেক্ষিতে যে ক্রয়াদেশ বৃদ্ধি, সেটা খুব বেশিদিন আর থাকবে না বলে মনে করছি। আগামী তিন-চার মাস পর ক্রয়াদেশ বৃদ্ধির ধারাটা কমে যেতে পারে।
বিকেএমইএ পর্ষদের বর্তমান সদস্যরাও বলছেন, ক্রয়াদেশ বৃদ্ধির বিষয়টি সঠিক। এর মধ্যে অন্য দেশে যেতে পারত এমন ক্রয়াদেশ বাংলাদেশে স্থানান্তর হওয়ার বিষয়টি আছে। পাশাপাশি দীর্ঘ সময় কেনাকাটা থেকে বিরত থাকার পর হঠাৎ করে বেশি কিনছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বব্যাপী আমদানি বেড়েছে। ফলে ক্রয়াদেশও বেড়েছে। কিন্তু আগে এ ধরনের প্রবণতার ক্ষেত্রে দেখা যেত, আমাদের ক্রয়াদেশ পরিস্থিতি ভালো হয়ে স্থবির থাকত। আর মূল সুবিধাটা পেত চীন ও ভিয়েতনাম। বর্তমানে যেটা দেখা যাচ্ছে ক্রয়াদেশ বৃদ্ধির সুবিধাটা তুলনামূলক বেশি পেয়েছে বাংলাদেশ। এর কারণ দুটি। একটি হলো কভিড মোকাবেলা ও ব্যবস্থাপনায় সরকারি পদক্ষেপ, আরেকটি হলো পোশাক শিল্পের মালিকদের কর্মপরিবেশ থেকে শুরু করে সামগ্রিকভাবে অর্ডার ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি পাওয়া। ফলে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা বেড়েছে।
বিকেএমইএ সহসভাপতি ফজলে শামীম এহসান বণিক বার্তাকে বলেন, স্থানান্তর মূলত হয়েছে যে ক্রয়াদেশগুলো চীনে যেত সেগুলো। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের ওপর নির্ভরশীলতা কমাচ্ছে পশ্চিমা বিশ্ব। চীন যে ধরনের পণ্য করত, সেগুলোর কিছু আমরাও করতে শুরু করেছি। ফলে বাংলাদেশে এখন নতুন অনেক ধরনের পোশাক পণ্য তৈরি হতে শুরু করেছে, যেটা আগে হতো না। স্থানান্তর এখনো অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র-চীনের স্নায়ুযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এ গতি অব্যাহত থাকবে বলে আশা করা যায়। আর ক্রেতারা একবার সন্তুষ্ট হলে এগুলো পরবর্তী সময়ে বাংলাদেশেই আসবে বলে আশা করা যায়। মালিকরাও এ বিষয়ে সচেষ্ট থাকবেন।
এদিকে পোশাক শিল্প মালিকদের আরেক সংগঠন বিজিএমইএ সদস্যরাও ক্রয়াদেশ স্থানান্তর হওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন। তারা বলছেন, ক্রয়াদেশ স্থানান্তর করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যার বেশির ভাগই আগে করত চীন, ভিয়েতনাম, মিয়ানমার ও ইথিওপিয়া। ভিয়েতনাম থেকে স্থানান্তরের সাময়িক প্রবণতা ছিল মূলত দেশটিতে কভিডজনিত লকডাউনের কারণে। আর মার্কিন নীতির কারণে চীন থেকে ক্রয়াদেশ সরে আসছে পর্যায়ক্রমে। এটা কতদিন টেকসই হবে তা ভবিষ্যতে বলা যাবে। ক্রয়াদেশ সরে আসছে মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের পক্ষ থেকে।
বিজিএমইএর সাবেক সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু বণিক বার্তাকে বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির প্রভাবে ভোক্তা চাহিদায় কিছুটা স্থবিরতা দেখা গিয়েছিল। তা এখন অনেকটাই কেটে গেছে। বৈশ্বিক পর্যটন খাতও উন্মুক্ত হতে শুরু করেছে। এতে ক্রেতাদের চাহিদা বাড়ছে। এর সঙ্গে ক্রয়াদেশ স্থানান্তরের কারণে সার্বিকভাবেই ক্রয়াদেশের পরিমাণ বেড়েছে। ক্রয়াদেশ স্থানান্তরের ধারা এখনো অব্যাহত আছে। টেকসই কতটুকু হবে তা বোঝা যাবে আরো দু-এক মৌসুম পর।
চলমান যুদ্ধ পরিস্থিতি ক্রয়াদেশ বৃদ্ধির প্রবণতায় কোনো প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বাবু বলেন, এখন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির গতি ঊর্ধ্বমুখী। ইউরোপে হলে আরো বেশি হবে। যুদ্ধের কারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপ নিচ্ছে সেটা হলো রাশিয়া থেকে ফুয়েল কিনবে না। এর প্রভাবে মূল্যস্ফীতি যে বাড়ল, এখন ভোক্তার আয় সীমিত, এখন তেলের খরচ যদি বেড়ে যায়, তাহলে ভোক্তার খরচের ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। যার ফলে পোশাকের মতো পণ্যে ভোক্তা ব্যয় কমে যেতে পারে। কতটুকু হবে তা সময়ই বলে দেবে। বণিকবার্তা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com