অন্তর সমৃদ্ধি কর্মসূচির আওতায় সোনাগাজীর নবাবপুর ইউনিয়নে পিকেএসএফ এর সহযোগিতা সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজন বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার সকালে অন্তর সমৃদ্ধি নবাবপুর শাখার বাস্তবায়নে অন্তর উপপরিচালক আবদুল্লাহ আল মহি উদ্দিন এর সভাপতিত্বে চক্ষু ক্যাম্পে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্তর সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এম নাসির উদ্দিন। অন্তর স্বাস্থ্য অফিসার পলাশ চন্দ্র নাথের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভোরবাজার হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস, ভোরবাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক লিয়াকত আলী, সংরক্ষিত মহিলা মেম্বার সাফিয়া বেগম, ইউপি সদস্য ওমর ফারুক রুবেল, মোঃ হারুন, লায়ন্স চক্ষু হাসপাতালের ডাক্তার সুমন তালুকদার, জসিম উদ্দিন ও অন্তর সমৃদ্ধির কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ।