টানা তৃতীয় দিনের মতো দেশে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ১৬ মার্চ সকাল ৮টা থেকে ১৭ মার্চ সকাল ৮টা করোনায় আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যায়নি। এর আগে গত ১৬ মার্চ এবং ১৫ মার্চেও করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তবে মৃত্যু না থাকলেও গত ২৪ ঘণ্টায় নতুন রোগী সংখ্যা আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে। বৃহস্পতিবার অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এর আগে বুধবার ১৮২ জন শনাক্তের কথা জানিয়েছিল অধিদফতর।
নতুন রোগীর পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার এক দশমিক ৬৯ শতাংশ। বুধবার যে হার ছিল এক দশমিক ৩৮ শতাংশ। অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৩৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন, মারা গেছেন ২৯ হাজার ১১২ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেনে এক হাজার ৫৬১ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৫২টি। নমুনা পরীক্ষা ১৩ হাজার ৭৯১টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৪২৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ এক হাজার ৬০৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৯০ হাজার ৮১৫টি। দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
এবার বয়স ১৮ হলেই বুস্টার ডোজ: এবার বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমাও কমিয়ে এনেছে সরকার। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, বয়স ১৮ বছর হলেই করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে। বুধবার (১৬ মার্চ) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা শেষে সংবাদ সম্মেলনে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ ডোজ করোনার টিকা দেওয়ার এক বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাহিদ মালেক বলেন, টিকা নিয়ে প্রতিনিয়ত একটা মাইলফলক হয়। কিছু দিন আগে একদিনে এক কোটি ২০ লাখ টিকা দেওয়া হয়েছে। আমরা একটি প্রোগ্রাম করছি। যেমনটা আগেও করেছি। সেটি হবে বুস্টার ডোজ, দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজও বটে। এ কার্যক্রমটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাল থেকে শুরু হবে। চলবে ৩১ মার্চ পর্যন্ত।
১৭ মার্চ থেকে ২৬ মার্চ সব মিলিয়ে আমরা একটি বিশাল কার্যক্রম হাতে নিয়েছি মন্তব্য করে তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে তিন কোটি ২৫ লাখ ডোজ টিকা দিতে আমরা বদ্ধপরিকর। আমরা দিতে চাই। আশা করি, সেটা দিতে পারবো। সেইসঙ্গে বুস্টার ডোজ দেওয়ার সময়সীমা কমিয়ে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগে দ্বিতীয় ডোজ দেওয়ার ছয় মাস পর বুস্টার ডোজ দেওয়ার নিয়ম থাকলেও সেটি কমিয়ে এনে চার মাস করা হয়েছে। আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচির আওতায় ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে, সেদিন থেকেই এই নিয়ম কার্যকর হবে।
এদিন (১৬ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি থেকে অতীব জরুরি লেখা চিঠিতে এই পুরো ক্যাম্পেইনের কার্যক্রম প্রসঙ্গে বলা হয়, বুস্টার ডোজ নেওয়ার বয়স ৪০ বছরের পরিবর্তে ১৮ বছর করা হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের টিকা প্রাপ্যতা অনুযায়ী বুস্টার ডোজ হিসেবে প্রদান করতে হবে। ১২ বছরের বেশি বয়সীরা যারা এখনও টিকার প্রথম ডোজ নেয়নি, তাদেরও এই ক্যাম্পেইনে টিকা নেওয়ার জন্য আহ্বান করতে হবে।