স্বপ্ন এখন বাস্তবে পরিনত হলো। লাকসামে সর্বপ্রথম মুঠোফোনে হটসপট প্রযুক্তির মাধ্যমে আন লিমিটেড ইন্টারনেট প্যাকেজ ডস্ নেট হটসপট ওয়াইফাই জোন আনুষ্ঠানিক ভাবে বাজারে যাত্রা শুরু করেছে। সেবামূলক প্রতিষ্ঠানটির দৌলতগঞ্জ অনলাইন সার্ভিসের একটি সহযোগী প্রতিষ্ঠান। ২০ মার্চ ২০২২ রবিবার লাকসাম পৌরসভা মোঃ তাজুল ইসলাম এমপি এমপি কনফারেন্স হল রুমে আনুষ্ঠানিক ভাবে ইন্টারনেট গ্রাহক সেবাটি উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের। প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন বাহার, লাকসাম পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আব্দুল আজিজ,কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন দেলু, মোঃ গোলাম রাব্বানী। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৌলতগঞ্জ অনলাইন সার্ভিস এর সিইও মোঃ আব্দুল কাদের শাহীন। এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বাবু স্বপন বনিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানী, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহমেদসহ লাকসাম মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এলাকার নেট ব্যবসায়ীবৃন্দ। দৌলতগঞ্জ অনলাইন সার্ভিসের প্রধান সিইও মোঃ আব্দুল কাদের শাহীন বলেন, চট্টগ্রাম বিভাগে ডস্ নেট হটসপট ওয়াইফাই জোন এ প্রথম লাকসামে আনলিমিটেড ইন্টারনেট প্রযুক্তি (কার্ড) রিচার্জ করলে গ্রাহকরা আন লিমিটেড সেবাটি সহজে নিতে পারবে। কার্ডটি সহজে লাকসাম সদরে দোকানগুলোতে পাওয়া যাবে।