চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির পক্ষ থেকে নড়াইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান জেলা বিএনপির দেয়া স্বারকলিপিটি গ্রহণ করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, ১নং যুগ্ন সাধারন সম্পাদক মো: আলী হাসান, সদর থানা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান, সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মো: রহিম ফকির, মুন্সী বায়েজীদ বিল্লাহ, নড়াইল পৌর যুবদলের আহবায়ক রিয়াজুল কামাল পাভেল, যুগ্ন আহবায়ক মো: রফিকুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জীবন ইসলাম টিপু, কালিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো: কামাল সিদ্দিকী, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো: আমীন বিশ্বাস, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: ফিরোজ মোল্যা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানি, সহ-সভাপতি মো: রুমেল হোসেন কবির, যুগ্ন সাধারন সম্পাদক তাহমিদ আল মারিন, রিদানুল ইসলাম নিশান প্রমূখ। বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বাজারে গিয়ে সাধারন মানুষের নাভিশ্বাস ফেলতে হয়। আওয়ামীলীগ সরকার হরিলুট, টাকা পাচারসহ সীমাহীন দূর্নীতির মাধ্যমে জাতীয় অথর্নীতির ভয়াবহ ক্ষতি করে দফায় দফায় বিদ্যুত, জ্বালানী তেল, গ্যাস ও পানির দামসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে।