সোমবার, ২০ মে ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

সিসিএস ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার পেলেন ১০ জন সাংবাদিক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন উদিসা ইসলাম

কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার পেলেন বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম। ২০০৯ সাল থেকে ভোক্তা অধিকার রক্ষায় বিভিন্নভাবে অবদান রাখায় মোট ১০ জন সাংবাদিককে এই পুরস্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ভোক্তা অধিকার সম্মেলন ২০২২’ অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির মিলন। পুরস্কারপ্রাপ্তরা হলেন: অনলাইন মিডিয়ায় বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম, ঢাকা পোস্টের শফিকুল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোরের আতিকুর রহমান ফয়সাল, প্রিন্ট মিডিয়ায় দ্য ডেইলি স্টারের মওদুদ আহমেদ সুজন, দৈনিক যুগান্তরের ইয়াসিন রহমান, কালের কণ্ঠের সজীব আহমেদ, ইলেকট্রনিক মিডিয়ায় সময় টিভির জুবায়ের ফয়সাল, একাত্তর টিভির সাজিদ সরকার, মাছরাঙা টিভির ওবায়দুল কবির, দেশটিভির ফখরুল ইসলাম। এছাড়া ভোক্তা স্বার্থ রক্ষায় অসামান্য অবদানের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির মিলন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজকে পুরস্কার প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com