শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রভাষক বশির উদ্দিন স্বৈরাশাসকদের মত সরকারের কিছু উপদেষ্টা ভোগবিলাসে লিপ্ত-টঙ্গীবাড়ীতে ড. আসাদুজ্জামান রিপন লালমোহনে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন গঙ্গাচড়ায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার চকরিয়া গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক মেধা পুরস্কার বিতরণ রায়গঞ্জে তারুণ্যের উৎসবে শোভাযাত্রা চকরিয়া গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক মেধা পুরস্কার বিতরণ আলীকদম সেনা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান ছাত্রদলরে র্মাচ ফর জাস্টসি ছাত্রলীগরে বচিার দাবতিে স্মারকলপিি প্রদান

কোটালীপাড়ার বান্ধাবাড়ী জেবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মিজানুর রহমান বুলু কোটালীপাড়া (গোপালগঞ্জ) :
  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী জেবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হান্নান মোল্লার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়টির ছাত্র অভিভাবক মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার (২৪মার্চ) গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, গত ১৩ জুন ২০১৯ তারিখে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও সভাপতি হান্নান মোল্লা ম্যানেজিং কমিটির সিন্ধান্ত ছাড়া বিদ্যালয়ের জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার সঞ্চয়ী হিসাব থেকে চেকের মাধ্যমে ১লক্ষ ৫০হাজার টাকা উত্তোলন করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে আগামী ২১ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ বিয়য়ে বান্ধাবাড়ী জেবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ২০১৯ সালের প্রথম দিকে বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল হালিম বিদ্যালয়ের এক আয়াকে যৌন হয়রানি করেছিল। এ ঘটনায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠক থেকে আব্দুল হালিমের ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানার টাকা বিদ্যালয়ের ব্যাংক একাউন্টে জমা রাখা হয়েছিল। সেই টাকা উত্তোলন করে আব্দুল হালিমকে দিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল হালিম বলেন, অন্যায় ভাবে আমার ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। জরিমানার টাকা আমি বিদ্যালয়ের ব্যাংক একাউন্টে জমা দিয়েছিলাম। সেই টাকা আমাকে প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও সাবেক সভাপতি হান্নান মোল্লা ফেরত দেয়নি। ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হান্নান মোল্লা বলেন, যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে সেহেতু আইনের মাধ্যমেই ফয়সালা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান বলেন, মামলার কপি আমি পেয়েছি। নির্ধারিত তারিখের মধ্যেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com