প্রযুক্তি, দক্ষতা ও সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামিরন নেছা টেকনিক্যাল ইন্সটিটিউটে পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ শনিবার সকালে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের জাগরনী বাজার এলাকার জামিরন নেছা টেকনিক্যাল ইন্সটিটিউট প্রাঙ্গনে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের যুগ্নসচিব, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ হাবিবুর রহমান। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাষ্টম ও ভ্যাট অধিদপ্তরের, যুগ্ন পরিচালক মোঃ মিনহাজ উদ্দিন তপন, পিয়ারপুর এম.এস.কে স্কুল এন্ড কলেজেরঅধ্যক্ষ, শামসুজ্জামান পাহ্লোয়ান, জামিরন নেছা টেকনিক্যাল ইন্সটিটিউটের ব্যবস্থা কমিটির সদস্য, ফরিদ আহম্মেদ প্রমুখ। পরে জামিরন নেছা টেকনিক্যাল ইন্সটিটিউট মাঠে মিনি বার ফুটবল খেলায় অংশগ্রহনকারী চ্যাম্পিয়ন দল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফুটবল একাদশ ও রানার আপ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল একাদশের খেলোয়াড়দের মাঝে প্রধান অতিতি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের যুগ্নসচিব, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ হাবিবুর রহমান পুরষ্কার তুলে দেন।