বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে ‘জোরসে চলো বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের স্টল পরিদর্শন করেন। ২৮ মার্চ সোমবার স্বাধীনতা প্রাঙ্গণ হতে আনন্দ র?্যালীটি যাত্রা শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্বাধীনতা প্রাঙ্গণে আলোচনা সভা এবং উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি। স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা, বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহামুদুল হক শাহাজাদা, গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, সড়ক ও জনপদ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিআরটিএ সহ ৬৭টি স্টল প্রদর্শন করা হয়। এসময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পক্ষ থেকে প্রধান অতিথি, জেলা প্রশাসক ও বিএমইটির জেলা কর্মকর্তা নেছারুল হক রেজা ১০ জনকে পূর্ণবাসন লোন বাবদ ৩০ লক্ষ টাকা ও প্রবাসীর ৮জন সন্তানকে বৃত্তিবাবদ ১৪৫০০০ টাকার চেক প্রদান ও বিআরটিএ এর ড্রাইভিং স্মার্ট কার্ড বিতরণ করেন।