আমাদের দেশও গৃহহীন কিংবা চিকিৎসাহীন থাকবেনা। আমারা সবাই সমান। সবাই সমঅধিকার ভোগ করবো। সবার অংশগ্রহনের মাধ্যমে দেশকে এগিয়ে নেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এসব কথা বলেন। সামাজিক অধিকার নিশ্চিতের লক্ষে সমাজকল্যাণমূলক কাজে তাঁর মন্ত্রণালয়ের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র, অবহেলিত, বয়ষ্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা, নিগৃহীতা ও প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছে। এতে করে নিশ্চিত হচ্ছে সামাজিক অধিকার। সিআরপির ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, সিআরপি দাতব্য সংস্থা হিসেবে দেশবাসীর কাছে অধিক পরিচিত। তারা সমাজের পক্ষাঘাতগ্রস্থ মানুষের সেবা করতে সরকারের সাথে লক্ষ অর্জনে কাজ করছে। ‘এখন সারাদেশে ব্যাংকিং এর মাধ্যমে প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ভাতাসহ সকল প্রকার ভাতা প্রদান করা হচ্ছে। এদেরকে এখন আর বোঝা ভাবার সুযোগ নেই।’ সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে সিআরপি’র প্রতিষ্ঠাতা ড.ভ্যালেরি এ টেইলর, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো গ্রেড-১) মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম, বাংলাদেশ ইউএনডিপি সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, পৌর মেয়র মোঃ রমজান আলী, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ সংক্ষপ্তি বক্তব্য রাখেন। এ সময় প্রায় অর্ধশতাধিক বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু-কিশোর, প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়ায় প্রায় সারে চার একর জমির ওপর সিআরপি মানিকগঞ্জ সেন্টারটি গড়ে উঠেছে। সম্পূর্ণ জমিটি দান করেছেন ডাঃ রায়হান মাহাবুব। অবকাঠামো নির্মানে ব্যয় হয়েছে ১০ কোটি ৮৫ লাখ টাকা। এরমধ্যে সরকারের অনুদান ৮ কোটি ৫৬ লাখ টাকা। বাকি টাকার যোগান দেওয়া হয়েছে সিআরপির নিজস্ব তহবিল থেকে।