আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নরসিংদী জেলার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গত ২০ মাচ থেকে গতকাল ৩১ মার্চ পর্যন্ত টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান কর্তৃক গত ২০ মার্চ সদর উপজেলার শীলমান্দি ইউনিয়ন পরিষদে এবং পৌরসভার গোলাপ চত্ত্বরে টিসিবি’র কার্যক্রম উদ্বোধন করেন। প্রাথমিকভাবে স্থানীয় জনসংখ্যা ও দারিদ্র সূচক বিবেচনায় সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসারগণের সরাসরি তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ হতে প্রাপ্ত তালিকা এবং করোনা ভাইরাস মোকাবেলার সময় পূর্বে ২ হাজার ৫০০ টাকার প্রণোদনা প্রাপ্ত ৩২ হাজার ২৬১ টি পরিবারসহ সর্বমোট ৬৮ হাজার ৩৫৩ টি উপকারভোগী পরিবার নির্বাচন করা হয়। যার মধ্যে সদর উপজেলায় ১৭হাজার ৬৯২ টি, পলাশ উপজেলায় ৮ হাজার ২৫ টি, শিবপুর উপজেলায় ৭ হাজার ৮৯৯ টি, রায়পুরা উপজেলায় ১৮ হাজার ৫৭৯ টি, মনোহরদী উপজেলায় ৯ হাজার ৭০৯ টি এবং বেলাব উপজেলায় ৬ হাজার ৪৪৯ টি উপকারভোগী পরিবার সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য ক্রয়ের সুযোগ পায়। প্রথম পর্যায়ের বিক্রয় কার্যক্রমে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনিসহ সর্বমোট ৪৬০ টাকার প্যাকেজ বিতরণ করা হয়। রমজানের শুরুতে ২য় ধাপে আবার পণ্য বিতরণ করা হবে যার মধ্যে ছোলা অর্ন্তভূক্ত থাকবে। প্রান্তিক জনগোষ্ঠির মাঝে এই বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম-কে সার্বিক তদারকির দায়িত্ব দেয়া হয় এবং উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক ট্যাগ টিম গঠনপূর্বক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ এ কার্যক্রম সরাসরি তদারকি করেন। নরসিংদী জেলায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম জনপ্রতিনিধিদের সমন্বয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এ জেলার উপকারভোগী এবং সুধীজন। উল্লেখ্য, উপকারভোগী যাচাই-বাছাই করে চুড়ান্ত তালিকা প্রস্তুতের পর প্রত্যেক উপকারভোগীর নিকট একটি ফ্যামিলি কার্ড এবং সংশ্লিষ্ট ডিলারের নিকট ফ্যামিলি কার্ডের একটি অংশ সংরক্ষণের মাধ্যমে এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়। এতে উপকারভোগীগণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেন।