৩১ মার্চ বৃহস্পতিবার উত্তর গোবিন্দপুর ঈমাম প্রশিক্ষন একাডেমীর আয়োজনে তাদের নিজস্ব মিলনায়তনে ৫৩৯ দলের রিফ্রেসার্স ঈমাম প্রশিক্ষন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। ঈমাম প্রশিক্ষন একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈমাম প্রশিক্ষন একাডেমি ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈমাম ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। ঈমাম সাহেবদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ ওয়াজেদুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ শহিদুল ইসলাম। নাতে রাসুল (সাঃ) পাঠ করেন মোঃ ফজলুল হক। মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ আনোয়ারুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ঈমাম প্রশিক্ষন একাডেমি দিনাজপুরের প্রশিক্ষন সহকারী মোঃ আজাদ কামাল রনি। প্রধান অতিথি ঈমাম প্রশিক্ষন একাডেমি প্রধান কার্যালয় ঢাকার পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার ৫দিনব্যাপী রংপুর বিভাগের ও জয়পুরহাট হতে আগত ৯৭ জন ঈমামদের মাঝে সনদ বিতরণ করতে গিয়ে বলেন, মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি ঈমাম সাহেবদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে হবে। যেহেতু ঈমাম সাহেবরা হচ্ছেন সমাজের ধর্মীয় নেতা সেহেতু তারাই পারবেন দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে। এছাড়া এই প্রশিক্ষণে ঈমাম সাহেবরা পরমত সহিংসতা, সৌভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলাবোধ ও জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্র তৈরীতে যুগোপযোগী অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।