শিল্পী,সাংবাদিক ও কবি ইব্রাহীম মন্ডলের বাংলাদেশ কালচারাল একাডেমি (বিসিএ) লেখক সম্মাননা পদক লাভ। এবারের বই মেলায় তার লেখা গ্রন্থ ‘চারু-কারু পাঠ’র জন্য গত ২৮ মার্চ রাজধানীর একটি মিলায়তনে ্এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত কবি বীর মুক্তিযোদ্ধা কবি আল মুজাহিদী। শিল্পী,সাংবাদিক ও কবি ইব্রাহীম মন্ডল ১৯৫৮ সনের ২৫ ফেব্রুয়ারি মোমেনশাহী জেলার গফরগাঁও উপজেলা পোড়াবাড়ীয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আবদুল বারী মন্ডল, মাতা মোছা: আছিয়া বেগম। ১৯৮৪ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রইং পেইনটিং থেকে এমএফএ পাস করেন। শিল্পী ইব্রাহীম মন্ডল কার্টুনিষ্ট, ক্যালিগ্রাফি শিল্পী, কবি, শিল্পতাত্বিক ও কার্টুন রম্য পত্রিকা চাবুকের সম্পাদক।
শোষণ ও দুর্নীতিমুক্ত একটি সমাজ বির্নিমাণ ও সুস্থধারার সংস্কৃতি প্রতিষ্ঠার আন্দোলনে নিরলস ভাবে তিনি কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ইসলামী শিল্প ক্যালিগ্রাফি প্রতিষ্ঠায় তিনিই উদ্যোক্তা, জাতীয় যাদুঘর ও শিল্পকলায় ১১টি প্রদর্শনীর আয়োজক। জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে শিল্পকলা বিষয়ক প্রবন্ধ লিখছেন । এপর্যন্ত তার আটটি বই প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য বই – চারু কারুপাঠ, কার্টুনের কথা , শিল্প সাংকৃতি সভ্যতা, কষ্ট থেকে পালিয়ে এসেছি (কাব্য গ্রন্থ) , হাতে কলমে ক্যালিগ্রাফি ও ইসলামী শিল্পকলা ও ক্যালিগ্রাফি। দেশে বিদেশে ২৪টি প্রদর্শনী ও সেমিনারে অংশ গ্রহণ করেছেন। লাইব্রেরি কংগ্রেসসহ গুরুত্বপূর্ণস্থানে শিল্পকর্ম সংরক্ষিত আছে। ইব্রাহীম মন্ডল বাংলাদেশ চারুশিল্পী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি । শিল্প-সাহিত্যে অবদানের জন্য স্বদেশ সংস্কৃতি পদক ২০০১, সাহিত্য সংস্কৃতি পদক ২০০৪, জাতীয় প্রেসক্লাব পদক ২০০৮ ও জাতীয় প্রেসক্লাব পদক ২০১১ অর্জন করেন। তিনি জাতীয় প্রেস ক্লাব, বাংলা একাডেমীর সদস্য ও বাংলাদেশ ইসলামিক আর্ট অর্গানাইজেশনের আজীবন সদস্য। শিল্পী,সাংবাদিক ও কবি ইব্রাহীম মন্ডলের বাংলাদেশ কালচারাল একাডেমি ( বিসিএ) লেখক সম্মাননা পদক লাভ করায় তাকে অভিনন্দন জানিয়ে গতকাল শুক্রবার বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সেক্রেটারি ক্যালিগ্রাফার গবেষক মোহাম্মদ আবদুর রহীম ও সদস্যগণ এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং শিল্পীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।