১০ এপ্রিল রোববার ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে প্রতি বছরের মত এবারও ইউনিয়নবাসীকে নিয়ে সরাসরি উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত হয়। ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট প্রতিবেদন ও আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন ইউনিয়ন পরিষদের সচিব সুশীল চন্দ্র দাস। প্রতিবেদনের উপর আলোচনা করেন ইউপি সদস্য পঙ্কজ বসাক, মোঃ রেজাউল ইসলাম, মোঃ আব্দুল লতিফ। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বলেন, ইউনিয়নবাসীর প্রয়োজন, সমস্যা, উন্নয়নকে মাথায় রেখে আমরা বাজেট করতে চাই। ইউনিয়নবাসীর মতামতের উপর ভিত্তি করে যে বাজেট তৈরী হয় সেটাই উন্মুক্ত বাজেট। পরিষদকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে ইউনিয়নবাসীর সহযোগিতা প্রয়োজন। বর্তমান সরকার দরিদ্র বান্ধব সরকার। তৃণমূল পর্যায়ে টেকশই উন্নয়ন গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি প্রস্তাবিত ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটের উপর আলোচনা করতে গিয়ে বলেন, মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৯৩ লক্ষ ৮০ হাজার এবং মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৩ লক্ষ ৮০ হাজার টাকা।