জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ি ও ডিজিটাল নিরাপত্তার আওতায় পাঁচবিবি থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো সিসি টিভি ক্যামেরার আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দাইল এলাকায় অবস্থিত জেলার তৃতীয় ও নতুন পুলিশ ফাঁরির উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিআইজি আব্দুল বাতেন। পরে পাঁচবিবি থানার নিয়ন্ত্রন কক্ষে স্থাপিত ডিজিটাল নিরাপত্তা কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এর বেশ কয়েক মাস আগে থেকে থানার সম্পূর্ন এলাকা ডিজিটাল নিরাপত্তার আওতায় এনে বসানো হয় সিসি টিভি ক্যামেরা। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল বাতেন বলেন, দেশের বিভিন্ন স্থানে ব্যাক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে নিরাপত্তা ব্যবস্থার আওতায় সিসি টিভি বসানো হলেও দেশে এই প্রথম বৃহদাকারের নিরাপত্তামূলক সিসি টিভি বসানো হলো জয়পুরহাটের পাঁচবিবি থানায়। দেশের সীমান্তবর্তী এ উপজেলা ইতোমধ্যেই সিসি টিভি’র আওতায় আসায় কমেছে মাদক ও মানব পাচার, চোরাকারবারী, খুন, ছিনতাই, চাঁদাবাজীসহ নানা ধরনের অপরাধ। এটি সফল হলে দেশ ব্যাপী একটি দৃষ্টান্ত হতে পারে বলে তিনি আশা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগনসহ এলাকার গনম্যান্য ব্যাক্তিবর্গ। নিরাপত্তা ব্যবস্থার আওতায় সিসি টিভি বসানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই এলাকার জনসাধারণ।