গাজীপুরের শ্রীপুরে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০০ জন কৃষকের মধ্যে জনপ্রতি আউশ ধানের বীজ ৫ কেজি, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম মূয়ীদুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মোশাররফ হোসেন ভুঁইয়া, ইমতিয়াজ জাহান খান, আইরিন সুলতানা প্রমুখ।