সোমবার, ১৩ মে ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুল সামগ্রী বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ইউনিয়ন ব্যাংক পিএলসি. এবং মেডর‌্যাবিটস হেলথকেয়ার এর মধ্যে চুক্তি স্বাক্ষর গাজীপুরের শ্রীপুরে কাঁঠালের বাম্পার ফলন শ্রীমঙ্গলে পথে-প্রান্তরে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু নিয়ে মিথ্যাচারে এলাকাবাসীর ক্ষোভ দুই যুগ ধরে কুইচা বিক্রি করে চালাচ্ছেন সংসার শতভাগ পাস : পলাশবাড়ী হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সাফল্য ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা তারাকান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

স্মার্টফোনের পাসওয়ার্ড চুরি ঠেকানোর উপায়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

স্মার্টফোন এখন নিত্যদিনের সঙ্গী। সারাক্ষণই কোনো না কোনো কাজে স্মার্টফোনে ব্যস্ত থাকছেন। এখন প্রায় সব কাজই ঘরে বসে স্মার্টফোনেই করা যায়। ব্যাংকের লেনদেন থেকে শুরু করে বিদ্যুৎ, পানি কিংবা গ্যাস বিল সবই দেওয়া যায় ফোনের মাধ্যমেই। অনেকেই এখন বিভিন্ন অ্যাকাউন্ট নিরাপদ রাখতে পাসওয়ার্ড ব্যবহার করেন। বাড়তি নিরাপত্তার জন্যই মূলত পাসওয়ার্ড ব্যবহার করেন। তবে সেই পাসওয়ার্ড নিরাপদ রাখা এখন মুশকিলের ব্যাপার। একবার পাসওয়ার্ডের তথ্য হাতাতে পারলে বহু গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারদের দখলে। হ্যাকারদের থেকে কোনো কিছুই এখন নিরাপদ রাখা যায় না। তবে সচেতনাই পারে আপনাকে সাইবার অপরাধীদের থেকে বাঁচাতে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে পাসওয়ার্ড চুরি ঠেকাতে পারবেন-
> অনেক সময় পাসওয়ার্ড চুরি করার জন্য হ্যাকাররা প্রচলিত সোশ্যাল মিডিয়ার মতো দেখতে নকল পেজ তৈরি করে। এই ধরনের পেজে লগইন করতে গেলেই চুরি হয়ে যেতে পারে পাসওয়ার্ড। প্রত্যেক ওয়েবসাইটের নিজস্ব একটি মৌলিক ঠিকানা থাকে। এই ঠিকানা ইউআরএলে লেখা থাকে। এই ধরনের হ্যাকিং থেকে বাঁচতে লগ ইন করার আগে ভালো করে ইউআরএল দেখে নিন।
> পাসওয়ার্ড চুরির জন্য হ্যাকাররা আরেকটি পদ্ধতি ব্যবহার করে, তা হচ্ছে কি লগার। এটি এমন এক ধরনের সফটওয়্যার যা ফোন ও ল্যাপটপের মতো ডিভাইসে প্রবেশ করলে সেই ডিভাইসে যে যে বোতাম চাপা হয় তার সব তথ্য চলে যায় হ্যাকারের কাছে। তারপর হ্যাকার সেই তথ্য থেকে পাসওয়ার্ডসহ নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে। এই ধরনের হ্যাকিং এড়াতে নির্ভরযোগ্য সংস্থার অ্যান্টি-ভাইরাস ব্যবহার করুন।
> ফিসিং সম্পর্কে এখন অনেকেই জানেন। এটি হ্যাকারদের একটি অন্যতম পদ্ধতি। যা দিয়ে তারা মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। এই পদ্ধতিতে হ্যাকাররা ফোনোর মেসেজ বা ই-মেইলে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠায়, এই লিঙ্কে গিয়ে লগইন করলেই চুরি হয়ে যায় পাসওয়ার্ড। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে যে কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।
> অনেক সময় দেখবেন আপনার কাছে ভুয়া ফোন কল আসে। যে আপনি হয়তো কোনো গিফট কার্ড পেয়েছেন কিংবা লটারি জিতেছেন। সেটি নিতে আপনাকে একটি লিঙ্ক পাঠানো হয়েছে। সেটি ক্লিক করে যে কোড পাবেন সেটি বলতে বলা হবে। এই কোডের মাধ্যমেই হ্যাকার আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে। তাই এসব ভুয়া কল থেকে সচেতন থাকুন।
> পাবলিক প্লেসে কখনো ফোনের কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না। যদি কোনো প্রতারকের নজরে পড়ে যান, তাহলে চুরি হয়ে যেতে পারে আপনার পাসওয়ার্ড। এই ধরনের প্রতারণা এড়াতে ফেস আইডি বা আঙুলের ছাপ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com