আত্মশুদ্ধি অর্জনে মাহে রমজানের করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, রমজাম মাস যে সংযম শিক্ষা দেয়, সে শিক্ষা ব্যক্তি জীবনে প্রতিফলন ঘটাতে পারলে ইহকাল ও পরকালে মুক্তি মিলবে। রোজা কেবল আল্লাহর জন্য যার প্রতিদান স্বয়ং আল্লাহ তায়ালাই দিবেন। রমজান বিশ্বমানবতার জন্য রহমত বয়ে আনে। তাই রমজানের গুরুত্ব অপরিসীম। গতকাল মৌলভীবাজার শহরের গার্ডেন কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা শাখার ইফতার মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব এম এ কুদ্দুসের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা সোলাইমান আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা সহসভাপতি মাওলানা আমির উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান। অতিথির হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সভাপতি মুফতী হাবিবুর রহমান কাসেমী। এতে অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউর রহমান নকীব, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ জুবেল, অর্থ সম্পাদক মুহাম্মদ সজল, রাজনগর উপজেলা সভাপতি রাজা মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মুহাম্মদ ইসহাক ও জেলা সভাপতি শিব্বির আহমদ উসমানী। অন্যান্যের মধ্যে আরও উপস্থি ছিলেন তাহযিব তামাদ্দুন সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ ইমরান আহমদ, আবাবিল সাংস্কৃতিক ফোরামের পরিচালক মাওলানা শাহ মিসবাহসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।