রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে ইসলামপুরে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা কে হচ্ছেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান কেশবপুরে সংবাদ সম্মেলন চিলাহাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক মেয়াদের কমিটি গঠন বদলগাছীতে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ উলিপুরে ইউড্রেনের দুই পাশের সংযোগ সড়ক হওয়ায় এলাকাবাসী আনন্দিত কালীগঞ্জে সরকারি স্থান থেকে ফুলের হাট স্থানান্তর: বিপাকে প্রতিবন্ধী ইজারাদার পিআইবি,র প্রশিক্ষণ গ্রহণ করলো নগরকান্দা ও সালথার সাংবাদিক বৃন্দ গজারিয়া স্বপ্নপূরণে ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করালেন স্কুলশিক্ষক বাবা বরিশালে প্রচন্ড তাপদাহে বাড়ছে তালপাখার চাহিদা

কাঁচা ধান কেটে দিশেহারা হাওরের হাজারো কৃষক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

পাহাড়ি ঢলের পানিতে জমি তলিয়ে যাওয়ার আতঙ্কে কিশোরগঞ্জের হাওরে কাঁচা ও আধাপাকা ধান কেটে ফেলায় চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। পচা ও অপুষ্ট ধান বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা মণে। এতে মিলছে না উৎপাদন খরচের অর্ধেকও। ব্যাংক ও মহাজনি ঋণের টাকা পরিশোধ নিয়ে দিশেহারা প্রান্তিক কৃষকরা। তালিকা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার আওতায় আনার আশ্বাস দিচ্ছে কৃষি বিভাগ।
মহাজনের কাছ থেকে দেড়গুণ সুদে এক লাখ টাকা নিয়ে জিওলের হাওরে ৬ একর জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার পূর্বগ্রামের প্রান্তিক চাষি আলী রহমান। কিন্তু উজানের পানি জমিতে উঠে পড়ায় অর্ধেক পাকার আগেই কেটে ফেলছেন জমির ধান। ক্যামেরা দেখে কাঁচাধানের গোছা নিয় এগিয়ে এসে জানান তার দুর্দশার কথা। উজানের পানিতে ফসলডুবির আতঙ্কে কাঁচাধান কেটে ফেলায় আলী হোসেনের মতো চরম দুর্দশায় হাওরের হাজার হাজার কৃষক। অনেকে জমির ধান হারিয়ে অন্যের জমিতে শ্রমিকের কাজ করছেন। ঋণের টাকা পরিশোধ ও পরিবারের সারা বছরের ভরণ-পোষণের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। বছরের একটি মাত্র ফসলের ওপর নির্ভরশীল হওয়ায় না খেয়ে থাকার উপক্রম হয়েছে তাদের।
কৃষকরা জানান, ধার-দেনা ও চড়া সুদে ঋণ নিয়ে তারা ফসল আবাদ করেছেন। কিন্তু ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং উৎপাদন খরচও ওঠাতে না পারায় তারা চোখে অন্ধকার দেখছেন। প্রতিমণ ধান উৎপাদনে এক হাজার টাকা খরচ হলেও শ্রমিকের খরচ মেটাতে জমির পাশেই বিক্রি করতে হচ্ছে অর্ধেক মূল্যে। এরপরও মিলছে না ক্রেতা।
এদিকে, প্রথম দফায় ফসলডুবির পর দ্বিতীয়বার পাহাড়ি ঢলে জমি তলিয়ে যাওয়ার আতঙ্কে কাঁচা ও আধাপাকা ধান কেটে ফেলায় এবার বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহযোগিতার আওতায় আনতে তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল ইসলাম।
তিনি জানান, এ পর্যন্ত পাহাড়ি ঢলে প্রায় ৭৫০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধানের আবাদ হয়েছে। অপুষ্ট ধান কেটে ফেলায় লক্ষমাত্রা অর্জনে কিছুটা আশংকা রয়েছে। তবে এখনও মূল হাওরে বাঁধের ভেতর পানি ওঠেনি। আর সপ্তাহখানেক সময় পাওয়া গেলে সব ধান কেটে ফেলা সম্ভব হবে।
এবার জেলায় এক লাখ ৬৭ হাজার ১৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ২৬ হাজার মেট্রিক টন। ১৩টি উপজেলার মধ্যে শুধুমাত্র তিনটি হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে আবাদ হয়েছে এক লাখ ৪ হাজার হেক্টর জমিতে। শুক্রবার পর্যন্ত হাওরে মোট ৪৫ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। হাওরে একটি মাত্র বোরো ফসলের ওপর নির্ভর করে কৃষকদের সারা বছরের ভরণ-পোষণ। বেশিরভাগ কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং মহাজনদের কাছ থেকে চড়া সূদে টাকা নিয়ে ধানের আবাদ করে থাকেন। ফসল ভালো হলে এবং ভালো দাম পেলে ঋণের টাকা পরিশোধ করেও তারা স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারেন। আর প্রাকৃতিক দুর্যোগে কাঙ্ক্ষিত ফলন না পেলে হাওরে দুর্দিন দেখা দেয়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান জানান, গত কয়েকদিন ধনু, বৌলাই, মেঘনা ও কালনী কুশিয়ারা নদীর পানি বাড়তির দিকে থাকলেও দুদিন ধরে প্রধান প্রধান নদীর পানি কিছুটা কমেছে। তবে ধনু নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। তিনি জানান, হাওরে মোট ৭৩টি ফসলরক্ষা বাঁধ রয়েছে। বাঁধগুলো এখনও অক্ষত আছে। ইটনার জিওলের বাঁধসহ কয়েকটি বাঁধ হুমকির মুখে পড়ায় এগুলো মেরামত করা হয়েছে। আগাম বন্যা না হলে বাঁধগুলো ভালো থাকবে।-জাগোনিউজ২৪.কম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com