“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) রায়পুরায় ২০ টি ঘর সহ সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৩য় পর্যায়ে ৩২,৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবার কে পূর্নবাসনে জমি ও গৃহ ঈদের আগে হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে রবিবার(২৪ এপ্রিল) বিকালে রায়পুরা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উপজেলা প্রশাসন। সাংবাদিক সম্মেলনে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আজগর হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মো. সাজ্জাত হোসেন, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নূরন্নবী, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা, কোষাধ্যক্ষ তন্ময় কুমার সাহা, দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সহসভাপতি সাধন দাস, সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।