শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। রবিবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পেয়েছেন। চোটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। তার জায়গায় আরেক স্পিনার নাঈম হাসানকে নিয়ে ভাবছেন নির্বাচকরা।
গত সোমবার মিরাজের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ, ‘মিরাজের চোটের রিপোর্ট আমরা দেখে যেটা বুঝেছি, সে প্রথম টেস্ট মিস করবে। তার কনিষ্ঠ আঙুল ফেটে গেছে। সুস্থ হতে সময় লাগবে।’
আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। ১০ ও ১১ মে বিকেএসপিতে হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ খেলে পরের দিন চট্টগ্রামে যাবে সফরকারীরা। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। সুস্থ হয়ে উঠলে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন মিরাজ। এখন প্রথম টেস্টে তার বদলি হিসেবে নাঈমকে নিয়ে ভাবছেন নির্বাচকরা। এ ব্যাপারে অন্যতম নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘আমাদের অফ স্পিনার লাগবে। তাই নাঈম হাসানের সুযোগ বেশি। কিন্তু এখনও চূড়ান্ত করিনি।’ রবিবার শেখ জামালের বোলার সানজামুল ইসলামের করা ১৮তম ওভারের প্রথম বলে তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়েই আঙুল ফেটে যায় মিরাজের। ব্যথায় কাতরাতে থাকেন তিনি। মিরাজকে দ্রুত ড্রেসিং রুমে নিয়ে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। এরপর হাতে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় বেশ কিছু রিপোর্ট দেখার পর মিরাজের চোট গুরুতর হিসেবে ধরা পড়ে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com