মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৪নং ভবেরচর ইউনিয়নের ২০২২-২৩ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো আসাদুল ইসলাম। গতকাল ভবেরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উম্মুক্ত বাজেট সভায় সভাপতির বক্তব্যে বিভিন্ন প্রকল্প বিষয়ক দিকনির্দেশনামূলক বক্তব্যে ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মো. লিটন বলেন চলিত অর্থবছরে উল্লেখিত বাজেটের মধ্যে রাস্তা সংস্কার, এলাকার উন্নয়ন বাজেট বহুগুণ বর্ধিত করা হবে। বর্তমান যুবসমাজের স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাদক মুক্ত জীবন গড়তে বিনোদন ও সংস্কৃতির বিকল্প নেই। আরও বলেন ভবেরচর ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও আত্মকর্মসংস্থান এর লক্ষ্য প্রশিক্ষণমূলক প্রকল্প বাজেটে অতীতের চেয়ে বেশী গুরুত্ব দেয়া হবে। সভায় ইউপি সচিব মোকারম হোসেন ২০২২-২৩ ইং অর্থবছরের বাজেটে ১কোটি ৪৬লক্ষ ১৭হাজার ৯৯৫টাকা আয় ও ব্যয় দেখি বাজেট ঘোষণা করেন। ইউপি সচিব মোকারম হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য সাখাওয়াত হোসেন প্রধান, ইউপি সদস্য মোশাররফ হোসেন, ইউপি ওসমান গনি সরকার, ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন, অত্র ইউনিয়নের একাধিক প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।